Farmers: রোদে-জলে কষ্ট করে চাষবাস, কৃষকদের জন্য অভিনব টুপি আবিষ্কার, অনেক সুবিধা

Last Updated:

Farmers: একাধিক ফিচার্স সম্পন্ন কৃষকদের জন্য স্মার্ট টুপি আবিষ্কার করলেন নদিয়ার শিক্ষক

+
কৃষকদের

কৃষকদের জন্য স্মার্ট হ্যাট নদিয়ার যুবকের

নদিয়া: কৃষকদের স্বস্তি দিতে নদিয়ার এক যুবক আবিষ্কার করলেন স্মার্ট টুপি। বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলেরই। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তর বঙ্গে চলছে লাগাতার বৃষ্টি, মানুষ তীব্র গরমথেকে কিছুটা হলেও স্বাস্তি পাচ্ছে উত্তরবঙ্গে। তবে একেবারে ভিন্ন চিত্র দক্ষিবঙ্গে। দক্ষিবঙ্গের একাধিক জেলা এখন তীব্র তাপপ্রবাহে জর্জরিত। শুধু তাই নয় এই তীব্র গরমে তাপমাত্রার পারদ এখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুই।
তাতে এখন রীতিমত প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। সাধারণ মানুষের থেকেও বেশি অসুবিধের সম্মুখীন হচ্ছে কৃষকেরা। এই তীব্র দাবদাহে চাষের জমিতে চাষ করতে গিয়ে লাগাতার গরমের মধ্যে থাকতে হচ্ছে আর এরইফলে অসুস্থতার  মুখে পড়তে হচ্ছে দক্ষিণবঙ্গের কৃষকদের৷
তবে এবার এই সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে নদিয়ার যুবক বানালেন ফারমার্স এন্ড গ্রায়ার্স স্মার্ট হ্যাট। যা কৃষকদের জন্য খুবই উপকৃত এমন তাই দাবি ওই যুবকের। নদিয়ার হাঁসখালি, বগুলা শ্রী কৃষ্ণ কলেজ পাড়ার বাসিন্দা শুভময় বিশ্বাস। শুভময় পেশায় শিক্ষক। তবে মানুষের জন্য নতুন কিছু আবিষ্কার করা তার অন্যতম শখ। তাই এবার কৃষকদের জন্য তার আবিষ্কার এই স্মার্ট হ্যাট।
advertisement
advertisement
advertisement
তবে কি এমন নতুনত্ব রয়েছে এই টুপিতে? এই বিষয়ে শুভময় জানায় এই টুপি সত্যিই স্মার্ট তার কারণ এই টুপিতে লাগানো আছে হাই স্পিড পাখা, যেগুলি সৌর বিদ্যুৎতের মাধ্যমে চলবে। চারটি পাখা লাগানো হয়েছে এই টুপিতে। এইকারণে কৃষকরা এই তীব্র গরমেও আরামে কাজ করতে পারবেন। তার সঙ্গে রয়েছে এফএমের ব্যবস্থা যাতে করে তারা
advertisement
আবহাওয়ার খবর শুনতে পারবে জমিতে কাজ করার সময়, তাতে তারা প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাবে।তার সঙ্গে থাকে লাইটের ব্যবস্থা। এই লাইট থাকায় কৃষকরা রাতেও ভালোভাবে কাজ করতে পারবেন। তবে এই টুপি পরে এখন রীতিমতো কাজ করছেন নদীয়ার একাধিক কৃষক। তারা অনেকটা স্বস্তিও পাচ্ছেন বলে জানিয়েছেন। তবে শুভময়ের এই কাজ কে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষও। সাধারণ মানুষ ও কৃষকদের জন্য তার এই আবিষ্কার সত্যিই অভুতপূর্ব বলেই মনে করছে পরিবেশপ্রেমীরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmers: রোদে-জলে কষ্ট করে চাষবাস, কৃষকদের জন্য অভিনব টুপি আবিষ্কার, অনেক সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement