Helmet Use: ‘চোখে আঙুল দাদা’- গায়ে নামাবলী, মাথায় হেলমেট, সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন পুরুত মশায়

Last Updated:

Helmet Use: পেশায় তিনি পুরোহিত, খামোখা হেলমেট মাথায় সাইকেল চালান কেন!

+
হেলমেট

হেলমেট পড়ে সাইকেলে দেবাশিস

মুর্শিদাবাদ:  বাইক চালানোর সময়ে অনেকেই হেলমেট ব্যবহার করেন না। কিন্তু নিজের সুরক্ষার কথা মাথায় রেখে পেশায় পুরোহিত দেবাশিস ভট্টাচার্য হেলমেট পড়েই তিনি দু’পায়ের প্যাডেল ভর করে সাইকেল চালিয়ে থাকেন। বহরমপুর শহরে হেলমেট পরেই সাইকেল চালিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন দেবাশিস ভট্টাচার্য।
হেলমেট না পড়ে বাইক চালাতে গিয়েই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বহু  আরোহীকে। মাথায় হেলমেট না থাকার কারণে জীবনহানির মতো মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে৷ যার কারণে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনার সংখ্যা। তারপরেও অনেক বাইক আরোহী এখনও পর্যন্ত মাথায় হেলমেট ব্যবহার করেন না। সেই বাইক আরোহীদের হেলমেট ব্যবহার  করার জন্য বার্তা দিয়ে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বহরমপুরের এই পুরুত ঠাকুর৷
advertisement
advertisement
বহরমপুর শহরের যুবক পেশায় পুরোহিত। দৈনন্দিন বিভিন্ন দেব দেবির মন্দিরে পুজো করে থাকেন। বহরমপুর শহরে সাইকেল চালিয়ে বিভিন্ন মন্দিরে যাওয়া বা আসার সময়ে তিনি সাইকেল চালিয়ে যাত্রা করে থাকেন। তবে তার দাবি, যে সমস্ত বাইক আরোহী আছেন, যাঁরা হেলমেট ব্যবহার করেন না তাঁদের জন্য মূলত তাঁর এই হেলমেট পরে সাইকেল চালানোর প্রয়াস৷
advertisement
মুর্শিদাবাদ জেলাতে দৈনন্দিন গড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু সংখ্যার বৃদ্ধি হচ্ছে। বারবার পথ নিরাপত্তা সপ্তাহের কথা বলা হলেও সুরাহা হয়নি। দৈনন্দিন বিনা হেলমেটেই বাইক চালাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। বহরমপুরের যুবকের এ হেন কাণ্ডে সবাই  ভূয়সী প্রশংসা করেছেন।
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Helmet Use: ‘চোখে আঙুল দাদা’- গায়ে নামাবলী, মাথায় হেলমেট, সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন পুরুত মশায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement