Child Abuse || ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রধান শিক্ষক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Child Abuse || ঘটনার পরে পড়ুয়া বাড়ি ফিরে তার মাকে সমস্ত কথা খুলে বলে। এই ঘটনা চাউর হতেই উত্তপ্ত হয়ে পড়ে এলাকা।
পাথরপ্রতিমার মহেশপুর স্টেট প্ল্যান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রদীপ কামিলা (৫১)। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও ৬ পকসো আইনে মামলা রজু করে রবিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মিঠুনের পর এবার স্বয়ং সুকান্ত মজুমদার, তৃণমূল থেকে বেছে 'আলু' নেওয়ার দাবি! ভাঙছে শাসক দল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে পড়ুয়া বাড়ি ফিরে তার মাকে সমস্ত কথা খুলে বলে। এই ঘটনা চাউর হতেই উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। পরদিন সকালে স্থানীয় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই খবর আসে পুলিশের কাছে। খবর পেয়ে স্কুলে পৌঁছে যায় পাথরপ্রতিমা থানার পুলিশ। ওই শিক্ষককে পাথরপ্রতিমা থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতা পড়ুয়ার অভিভাবকের যুগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ফ্ল্যাটে ৫০ কোটি, অথচ টাকায় কোনও অধিকারই ছিল না অর্পিতার! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে
তবে এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ ইতিপূর্বে একাধিক শিশু পড়ুয়ার সঙ্গে অনুরূপ ব্যবহার করেছে ওই শিক্ষক, এমনটাই খবর পুলিশ সূত্রে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 6:42 PM IST