Arpita Mukherjee Property: ফ্ল্যাটে ৫০ কোটি, অথচ টাকায় কোনও অধিকারই ছিল না অর্পিতার! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

Last Updated:

ইডি সূত্রে খবর, ধৃত অর্পিতার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ ছিল। কিন্তু তার পরও এই বিপুল টাকার উপরে তাঁর কোনও কর্তৃত্ব ছিল না। (Arpita Mukherjee Property)

Arpita Mukherjee Property
Arpita Mukherjee Property
#কলকাতা: এসএসসি-তে চাকরি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত, পেশায় অভিনেত্রী, ধৃত অর্পিতার আর্থিক অবস্থা সংক্রান্ত বিষয়ে জেরা করে ইডির হাতে নয়া তথ্য উঠে এসেছে। ইডি সূত্রে খবর, ধৃত অর্পিতার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ ছিল। কিন্তু তার পরও এই বিপুল টাকার উপরে তাঁর কোনও কর্তৃত্ব ছিল না। (Arpita Mukherjee Property)
ইডি সূত্রে খবর, জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন এই টাকা ব্যবহার করারও অনুমতি ছিল না অর্পিতার কাছে। টাকায় কোনও নিয়ন্ত্রণ ছিল না তাঁর। যেটুকু টাকার ওপরে অর্পিতার দখল ছিল বা যে টাকা অর্পিতা ব্যবহার করতেন, সেগুলো তাঁর আয়কর রিটার্ন এবং অন্যান্য নথিতে উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, জেরা থেকে স্পষ্ট হয়েছে যে, উদ্ধার হওয়া বিপুল কোটি কোটি টাকা এবং সোনার গয়না কোনও কিছুর উপরেই নিয়ন্ত্রণ ছিল না অর্পিতা মুখোপাধ্যায়ের।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে, ইতিমধ্যেই একটি টিম সেই তথ্য যাচাই করার কাজ শুরু করেছে। আগামী বুধবার অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে পুনরায় আদালতে তোলা হবে সেই কারণে। প্রশ্ন উঠছে, তাহলে অর্পিতার ফ্ল্যাটে এই বিপুল টাকা কার? কে রাখতেন? কে বা কারা ব্যবহার করতেন?
advertisement
আরও পড়ুন: বিঘার পর বিঘা জমি, তোলা হচ্ছে পাঁচিল, অর্পিতার নতুন সম্পত্তির কথা জানলে মাথা ঘুরবে!
কলকাতা-জুড়ে একাধিক ফ্ল্যাট, তাতে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনায় গয়না উদ্ধার হয়েছে। রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতারের পরেই নাম উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের। গত সপ্তাহে অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ও কয়েকদিন আগে বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। চলছে জেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee Property: ফ্ল্যাটে ৫০ কোটি, অথচ টাকায় কোনও অধিকারই ছিল না অর্পিতার! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement