Head Nodding Doll: মাথা দোলানো পুতুল! রথের বাজারে দেদার বিক্রি
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Head Nodding Doll: রথযাত্রাকে কেন্দ্র করে বাঁকুড়ায় তৈরি হচ্ছে এক ধরনের বিশেষ পুতুল। হাতি এবং সিংহ। এই দুই পুতুলের চাহিদা বাড়ছে হু হু করে
বাঁকুড়া: টুক টুক করে নড়ছে মাথা। রথের এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে। দেখতে খুবই মিষ্টি এবং রঙিন। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকে এই পুতুলের দিকে। বাঁকুড়ায় তৈরি হচ্ছে এই পুতুল।
রথযাত্রাকে কেন্দ্র করে বাঁকুড়ায় তৈরি হচ্ছে এক ধরনের বিশেষ পুতুল। হাতি এবং সিংহ। এই দুই পুতুলের চাহিদা বাড়ছে হু হু করে। পুতুলগুলির মৌলিকত্ব রয়েছে। পুতুলগুলি দেখতে যেমন রঙিন ঠিক তেমনই আকর্ষণীয়। এই সময় এই বিশেষ ধরনের পুতুলের চাহিদা তুঙ্গে থাকে।
advertisement
advertisement
উল্টো রথ এবং সোজা রথকে কেন্দ্র করে প্রতিবছর বাঁকুড়ার চন্দ পরিবার এই বিশেষ ধরনের পুতুল তৈরি করে। কাগজ ও পিচবোর্ড দিয়ে তৈরি হয় দেহ। এরপর হাতি এবং সিংহের মুণ্ডুটি বানানো হয় কাগজ দিয়েই। তারপর বাঁশের ছোট্ট টুকরো দিয়ে মাটি লাগিয়ে দেহের সঙ্গে মাথার সংযোগ স্থাপন করা হয়। রথকে কেন্দ্র করে বাচ্চাদের বিশেষ উৎসাহ থাকে এই পুতুলগুলির প্রতি। পুতুল প্রস্তুত কারক তাপস চন্দ বলেন, মূলত মাটি ভরে বাঁশের পিছনটি ভারি করা হয়, যার জন্য পুতুলগুলির মাথা নড়ে। একমাত্র রথের সময় এই পুতুলগুলি তৈরি করা হয়। সোজা রথের সময় প্রায় ১৫০ পিস বানিয়েছিলাম। উল্টো রথের আগে বানালাম ১০০ পিসের মত।
advertisement
এই পুতুলগুলিকে অনেক সময় রাখা হয় রথে। তাতে বাড়ে রথের সৌন্দর্য। দূর থেকে দেখলে মনে হয় যেন টুকটুক করে মাথা নড়ছে। একটু হাওয়া দিলে কিংবা ধাক্কা দিলেই মাথা নাড়ে পুতুলগুলি। বাঁকুড়া শহরের মৌলাডাঙার চন্দ পরিবার এই বিশেষ ধরনের পুতুল তৈরি করে। পরিবারের সকলে মিলে এই পুতুল তৈরির কাজ করেন। এক একটি পুতুল ৬০-৭০ টাকায় বিক্রি হয়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2024 10:02 PM IST









