Hawkers Protest: রেলের পরপর নোটিশে আতঙ্ক বাড়ছে, বামনগাছির হকারদের মাথায় হাত
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Hawkers Protest: পূর্ব রেলের তরফ থেকে ১০-১২ বার নোটিশ দেওয়া হয়েছে। এবার আবারও এসেছে সেই নোটিশ। দোকান তুলে দেওয়ার জন্য রেল পক্ষ থেকে বলা হচ্ছে
উত্তর ২৪ পরগনা: রেলের নোটিস ঘিরে আতঙ্কে ভুগছেন বামুনগাছি এলাকার হকাররা। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে ভবিষ্যৎ কী হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। উল্লেখ্য, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে হকারি করেন প্রায় ৪০০ জন। এখান থেকেই যা রোজগার হয় তা দিয়ে সংসার খরচ চালান তাঁরা।
তবে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে। তবে বারংবার রেলের তরফ থেকে নোটিশ দেওয়ায় ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক’ও কাজ করছে। এদিন উচ্ছেদের নোটিশের প্রতিবাদে রীতিমত বিক্ষোভ দেখান। সূত্রের খবর ইতিমধ্যেই তাঁদের উচ্ছেদের বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে ১০-১২ বার নোটিশ দেওয়া হয়েছে। এবার আবারও এসেছে সেই নোটিশ। দোকান তুলে দেওয়ার জন্য রেল পক্ষ থেকে বলা হচ্ছে।
advertisement
advertisement
নোটিশে ৮ তারিখ পর্যন্ত শেষ সময়ও দেওয়া হয়েছিল। এরপরই বামুনগাছি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে স্টেশনেই শুরু হয় হকারদের আন্দোলন ও বিক্ষোভ। হকারদের দাবি, যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিষেবা স্টেশনে তাঁরাই দিয়ে থাকেন। তারপরও কোনওরকম পুনর্বাসনের ঘোষণা না করেই বারংবার উচ্ছেদের জন্য নোটিশ পাঠাচ্ছে রেল কর্তৃপক্ষ। ৩০ থেকে ৪০ বছর ধরে এভাবেই অনেকে ব্যবসা করে আসছেন এই এলাকায়। হঠাৎ উচ্ছেদ হলে এরপর কী করবেন, পরিবার নিয়ে কোথায় যাবেন রেলের উদ্দেশ্যে সেই প্রশ্ন তোলেন। যদিও এই বিষয়ে রেলের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 9:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hawkers Protest: রেলের পরপর নোটিশে আতঙ্ক বাড়ছে, বামনগাছির হকারদের মাথায় হাত