Jetty Ghat Reforms: অবশেষে রায়দিঘির জেটিঘাট সংলগ্ন নদীর পাড় সংস্কারে টাকা বরাদ্দ

Last Updated:

Jetty Ghat Reforms: জেটিঘাট সারানোর জন্য এলাকা পরিদর্শন করেছেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা। স্থানীয় সূত্রে খবর, সমুদ্রে মাছ ধরার মরসুম দিন ২০ আগেই শুরু হয়ে গিয়েছে

+
জেটি

জেটি ঘাটে বিধায়ক

দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে রায়দিঘিতে সারানো হচ্ছে বেহাল জেটিঘাট সংলগ্ন নদীর পাড়। পাড়ের এই ভাঙনের খবর প্রথম প্রকাশিত হয় নিউজ ১৮ বাংলায়। এরপরই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। এবার সেই জেটি সারানোর খবরে খুশি মৎস্যজীবীরা। ইতিমধ্যেই প্রায় ২৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
জেটিঘাট সারানোর জন্য এলাকা পরিদর্শন করেছেন রায়দিঘির বিধায়ক অলক জলদাতা। স্থানীয় সূত্রে খবর, সমুদ্রে মাছ ধরার মরসুম দিন ২০ আগেই শুরু হয়ে গায়েছে। ইতিমধ্যে বিভিন্ন ঘাট থেকে ট্রলার গভীর সমুদ্রে রওনা দিয়েছে। কিন্তু মাছ নিয়ে রায়দিঘির মণি ৫ নম্বর জেটিঘাট ও ভগবতী জেটিঘাটে ফেরে বহু ট্রলার। কিন্তু সেখানে এই ভাঙন দেখা দেওয়ায় ফলে জোয়ারের সময়ে ওই ঘাটে ওঠা-নামার পথে প্রায় বুকসমান জল জমে যায়।মৎস্যজীবীদের অভিযোগ ছিল, ৫ নম্বর জেটিঘাটের অ্যাপ্রোচ রোড এবং ভগবতী জেটিঘাট দু’টির হাল অত্যন্ত বেহাল।
advertisement
advertisement
এই দুটি রাস্তা সংস্কারের জন্য একাধিকবার প্রশাসনকে জানানো হয়। প্রশাসনিক কর্তারা দেখেও যান। কিন্তু কোনও কাজ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এই বিষয়ে রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা সমস্যার কথা স্বীকার করে বলেন, ওই দু’টি জেটিঘাট সংস্কারের জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদকে বলা হয়েছিল। টাকা অনুমোদন হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। তবে মৎস্যজীবীদের দাবি, জরুরি ভিত্তিতে বাঁশের পাইলিং করে অস্থায়ী রাস্তা করে দিতে হবে। তবেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jetty Ghat Reforms: অবশেষে রায়দিঘির জেটিঘাট সংলগ্ন নদীর পাড় সংস্কারে টাকা বরাদ্দ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement