East Bardhaman News: মানুষ গড়ার কারিগরদের এক নীরব বিপ্লব! শুনতে অবাক লাগছে! জানুন তাদের কথা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
আমাদের সমাজে কিছু মানুষ নীরবে কাজ করে যান, যাদের অবদান অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়।
সায়নী সরকার , জামালপুর: আমাদের সমাজে কিছু মানুষ নীরবে কাজ করে যান, যাদের অবদান অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। তাঁরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করেন, মাইলের পর মাইল হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন, শুধু একটি স্বপ্নকে বাস্তবায়িত করতে: সমাজের কোনও শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদীপুর ধর্মদাস সিংহ স্মৃতি বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ পাল এবং তাঁর সহকর্মীরা ঠিক এমনই আমাদের সমাজের কয়েকজন অদেখা নায়ক।
রাজ্যজুড়ে যখন স্কুলছুটের সংখ্যা বাড়ছে, তখন একদল মানুষ এই অন্ধকারকে দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই শিক্ষকরা শুধু ক্লাসরুমে পড়ান না, তাঁরা মাঠ-ঘাট, গ্রাম-গঞ্জ চষে বেড়ান। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যান, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, এবং বোঝানোর চেষ্টা করেন শিক্ষার গুরুত্ব। প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ পাল জানান, ২০১৯ সাল থেকেই তাঁরা এই ব্যতিক্রমী সংগ্রামে যুক্ত। সরকারি সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও যখন কিছু শিক্ষার্থীকে স্কুলে আনা যাচ্ছে না, তখন এই ‘মানুষ তৈরির কারিগররা’ সহজে হাল ছাড়তে রাজি নন। তাদের একমাত্র লক্ষ্য প্রত্যেকটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলা।
advertisement
advertisement
ভাবুন তো আপনি নিজের কষ্টার্জিত টাকা খরচ করে বেরিয়ে পড়েছেন এক বিরাট অভিযানে! আপনার লক্ষ্য হল সেই সব ছোট ছোট মুখগুলোকে খুঁজে বের করা, যারা কোন কারনে শিক্ষার আলো থেকে দূরে সরে গেছে। এই মানুষগুলোর অদম্য জেদ আর আত্মত্যাগ কি আপনাকেও ভাবিয়ে তুলছে না? হয়তো আপনার আশেপাশেও এমন অনেক ‘মানুষ তৈরীর কারিগর’ আছেন যাদের গল্প এখনও আমাদের অজানা । এই মানুষগুলোর নীরব প্রচেষ্টা ও আত্মত্যাগ আমাদের সমাজের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 5:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মানুষ গড়ার কারিগরদের এক নীরব বিপ্লব! শুনতে অবাক লাগছে! জানুন তাদের কথা
