Purulia News: শিবের মাথায় জল ঢালতে দণ্ডি কেটে ৩০ কিমি পথ পাড়ি ! কী বার্তা দিতে চাইলেন দুই যুবক? দেখুন ভিডিও

Last Updated:

শিবের মাথায় জল ঢালতে দণ্ডী দিয়ে ৩০ কিমি যাত্রাপথ ।

+
বিশ্ব

বিশ্ব শান্তির বার্তায় দণ্ডী

শান্তনু দাস, পুরুলিয়া: দেশের বর্তমান পরিস্থিতিতে পুরুলিয়ার দুই স্কুল পড়ুয়ার অভিনব ভাবনাচিন্তায় এবার তাক লাগাল। বিশ্ব শান্তির বার্তা নিয়ে শিবের মাথায় জল ঢালতে দণ্ডী দিয়ে দীর্ঘ প্রায় তিরিশ কিলোমিটারের যাত্রাপথ শুরু করল পুরুলিয়ার হুড়া থানার মাগুড়িয়া গ্রামের দুই যুবক। শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারা মহাদেবের মাথায় জল ঢেলে মূলত এমনই প্রার্থনা করবে। দীর্ঘ এই যাত্রাপথ শেষ করে তাদের গন্তব্যস্থল বুধপুর শিব মন্দিরে পৌঁছাতে সময় লাগবে টানা চার থেকে পাঁচ দিন।
তাদের মধ্যে এক জন ক্লাস নবম শ্রেণীর ছাত্র নয়ন মাহাতো ও অন্য জন দশম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ মাহাতো। দুজনেই দেশের প্রতি এমন ভাবনা-চিন্তাকে মাথায় নিয়ে মাগুড়িয়া গ্রাম থেকে দণ্ডী দিয়ে যাত্রাপথ শুরু করেছে বুধপুর শিব মন্দিরের উদ্দেশে। তাদের কথা ‘দীর্ঘ যাত্রাপথ এইভাবে দণ্ডী দিয়ে যেতে একটু কষ্ট তো হচ্ছেই। কিন্তু দেশের মঙ্গল কামনায় মহাদেবের কাছে এই ভাবে যেতে পারায় একজন ভারত মাতার সন্তান হিসেবে গর্ব বোধও হচ্ছে। বিশ্বে শান্তি ফিরে আসুক। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মিলে মিশে থাকুক আমরা এটাই চাই। আমাদের পরিচয় একটাই হোক আমরা মানুষ।’
advertisement
advertisement
অন্যদিকে দেশের প্রতি দুই যুবকের এমন ভাবনাচিন্তার সঙ্গে নিজেদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষজন।জানা যায়, ছোট থেকেই তারা মহাদেবের চরম ভক্ত । দেশের বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যেভাবে মারামারি, হানাহানি চলছে তা তারা মাঝেমধ্যেই টিভির পর্দায় দেখতে পায়। তারপরেই মাথায় ভাবনা আসে বিশ্বে শান্তি ফেরাতে তাদের প্রিয় দেবতা মহাদেবের কাছে প্রার্থনা করার।
advertisement
তাই দণ্ডী দিয়ে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ যাত্রাপথ শুরু করল এবার তারা। আগামী সোমবার বুধপুর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে মূলত এমনই প্রার্থনা করবে তারা। বিশ্ব শান্তির বার্তা জনসমক্ষে ছড়িয়ে দিতে নয়ন এবং প্রসেনজিতের এমন ভাবনাচিন্তা তাদের নিজেদের গ্রাম মাগুড়িয়া তো বটেই সমগ্র পুরুলিয়া জেলার বুকে এক অন্যতম নজির সৃষ্টি করল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শিবের মাথায় জল ঢালতে দণ্ডি কেটে ৩০ কিমি পথ পাড়ি ! কী বার্তা দিতে চাইলেন দুই যুবক? দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement