Hailstorm: রমজান মাসে আর পাওয়া যাবে না তরমুজ! কয়েক ঘণ্টার শিলা বৃষ্টিতে সব শেষ...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
এই হঠাৎ শিলাবৃষ্টিতে প্রায় ৫০০ থেকে ৫৫০ বিঘা জমির তরমুজ নষ্ট হয়েছে। এছাড়াও প্রায় ২০০০ বিঘা জমিতে চাষ করা তিল নষ্ট হয়েছে
বাঁকুড়া: মাত্র কয়েক ঘণ্টার শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো তরমুজ চাষের। বিঘার পর বিঘা জমির তরমুজ শিলাবৃষ্টির জেরে উপরের খোলা ফেটে নষ্ট হয়ে গিয়েছে। মাথায় হাত কৃষকদের।
বাঁকুড়ায় এই হঠাৎ শিলাবৃষ্টিতে প্রায় ৫০০ থেকে ৫৫০ বিঘা জমির তরমুজ নষ্ট হয়েছে। এছাড়াও প্রায় ২০০০ বিঘা জমিতে চাষ করা তিল নষ্ট হয়েছে। এছাড়াও কয়েকশো বিঘার আলু, বাদাম, কুমড়ো, বেগুন সহ মরশুমি সবজির চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে রীতিমত বিপর্যস্ত অবস্থা কৃষকদের।
advertisement
advertisement
জেলায় প্রায় ঘণ্টা খানেক এক নাগাড়ে শিলাবৃষ্টি হয়। আর তাতেই সর্বত্র লণ্ডভণ্ড দশা। অর্থকরী ফসল আলু এখনও মাঠে, আর তার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে শিলাবৃষ্টি। এই সময়ে বাজারে কৃষকরা বেশ ভাল দাম পান ফসলের। কিন্তু হঠাৎ শিলা বৃষ্টি গোটা পরিস্থিতিটাই বদলে দিয়েছে। বাঁকুড়ার রাইপুর ব্লকের লুড়কা, মৌলাশোল, কাঁটাপাল, কোলমুরারি, মেলেড়া সহ বেশকিছু এলাকার চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিলাবৃষ্টিতে তিলগাছ, বেগুনগাছ, কুমড়ো গাছ, বাদাম গাছ পুরো নষ্ট হয়ে গিয়েছে। রুক্ষ সূক্ষ্ম লাল মাটির জেলা বাঁকুড়া। এখানে ফসল ফলাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় কৃষকদের। খুব একটা সাথ দেয় না প্রকৃতি। অসময়ের বৃষ্টি, ঝড় কিংবা প্রচণ্ড দাবদাহ বাধা হয়ে দাঁড়ায় চাষের কাজে। এবারও ঘটল একই ঘটনা। শিলাবৃষ্টির কারণে কার্যতর পথে এসে বসলেন বহু কৃষক।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 3:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hailstorm: রমজান মাসে আর পাওয়া যাবে না তরমুজ! কয়েক ঘণ্টার শিলা বৃষ্টিতে সব শেষ...