Garden Reach Disaster: গার্ডেনরিচের আতঙ্ক এবার কোচবিহারে! দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির মালিক ও স্থানীয়দের

Last Updated:

গোটা ঘটনায় এলাকার মানুষ প্রবল আতঙ্কে ভুগছে। বাড়ির নিচের অংশে রয়েছে বড় দোকান। আর উপরের অংশে বসবাস করেন বেশ কিছু পরিবার

+
ফাটল

ফাটল ধরা বহুতল

কোচবিহার: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার আতঙ্ক ছড়াল এবার কোচবিহার শহরে। এখানকার বড় বাজার এলাকায় নৃপেন্দ্র নারায়ণ রোডের দু’ধারে সারিসারি বহুতল দাঁড়িয়ে। এরই মধ্যে একটি বহুতলের পেছনের অংশে উপর থেকে নিচের দিক পর্যন্ত চওড়া ফাটল দেখা দিয়েছে। সেখানকার আবাসিকদের আশঙ্কা যে কোন‌ও মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে।
গোটা ঘটনায় এলাকার মানুষ প্রবল আতঙ্কে ভুগছে। বাড়ির নিচের অংশে রয়েছে বড় দোকান। আর উপরের অংশে বসবাস করেন বেশ কিছু পরিবার। এমন পরিস্থিতিতে সকলেই দিশেহারা। এমনিতেই কোচবিহার ভূমিকম্প প্রবণ এলাকা। সেখানে বহুতলে এত বড় ফাটল যে কোন‌ও মুহূর্তে কলকাতার গার্ডেনরিচের মত বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।
advertisement
advertisement
এলাকার স্থানীয় দুই বাসিন্দা প্রদীপ কুমার বণিক ও সমীর সাহা জানান, সমস্যার বিষয়ে কোচবিহার পুরসভাকে অবগত করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পুরপ্রধান ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট কোন‌ও ব্যবস্থা না নেওয়ায় রাতে কার্যত ঘুম উড়ে গিয়েছে এখানকার বাসিন্দাদের।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
ওই বাড়ির মালিক রণজয় বণিক জানান, বহুতলটির বয়স অনেক। কয়েকবছর আগে তাঁদের বাড়ির পাশে আরেকটি বাড়ি তৈরি হওয়ার পর থেকেই এই সমস্যার সূত্রপাত। নিয়ম না মেনে পাশের ওই বাড়ি তৈরি হয়েছে বলেই দাবি করেন তিনি। বিষয়টি বারংবার পুরসভাকে জানানো হলেও কোন‌ও লাভ হয়নি। এই পরিস্থিতিতে কোচবিহার পুরসভার পক্ষ থেকেও সরকারিভাবে কোন মন্তব্য করা হচ্ছে না বিষয়টি নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে বাড়ির মালিক এবং আবাসিকদের মধ্যে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Garden Reach Disaster: গার্ডেনরিচের আতঙ্ক এবার কোচবিহারে! দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির মালিক ও স্থানীয়দের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement