Child Marriage: বিয়ে করে ফেঁসে যাচ্ছেন জামাই বাবাজি, কোথাও আবার পুরোহিত যাচ্ছে জেলে! বিয়েতে এই নিয়ম না মানলেই যেতে হবে জেলে!

Last Updated:

নাবালিকার বিয়ে দিলে জেলে যেতে হবে পুরোহিত থেকে প্যান্ডেল, বক্স এমনকি রান্নার লোককেও। কড়া হুঁশিয়ারি দিল প্রশাসন।বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল হরিহরপাড়া হাই স্কুল।

+
News18

News18

বহরমপুর: বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বাল্য বিবাহ চলছে অবাধে। কোথাও ধরা হচ্ছে জামাই, কোথাও পুরোহিত সহ পরিবারের লোকজনকে। তবে সাবধান থাকুন আজ থেকেই। নাবালিকার বিয়ে দিলে জেলে যেতে হবে পুরোহিত থেকে প্যান্ডেল, বক্স এমনকি রান্নার লোককেও। কড়া হুঁশিয়ারি দিল প্রশাসন।বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল হরিহরপাড়া হাই স্কুল। মূলত ছাত্রছাত্রী, অভিভাবক, বাজার সমিতির সদস্য, প্যান্ডেল মালিক, স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনদের বাল্যবিবাহের কুফল ও আইনগত শাস্তি সম্পর্কে সচেতন করা হয়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার (সমগ্র শিক্ষা মিশন) ড. ইশা ঘোষ, জেলা সমাজকল্যাণ আধিকারিক (DSW) নীলাঞ্জন বিশ্বাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য নীলাঞ্জন পান্ডে, চাইল্ড প্রটেকশন অফিসার উজ্জ্বল সাহা, জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য নীতা মজুমদার, হরিহরপাড়া বিডিও ছেরিং জাম ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ও হরিহরপাড়া থানার এসআই শর্মিষ্ঠা চক্রবর্তী সহ একাধিক আধিকারিক।
advertisement
advertisement
শিবিরে আলোচকরা জানান, অল্প বয়সে বিয়ে শুধু একজন কিশোর-কিশোরীর ভবিষ্যতকেই নষ্ট করে না, সমাজকেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় এবং এর বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়ানো দরকার। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে লিফলেটও বিতরণ করা হয়।
advertisement
এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে এলাকায় বাল্যবিবাহ রোধে একটি জোরদার বার্তা পৌঁছে দিল এই শিবির। বাল্য বিবাহ করলেই শাস্তি মিলবে পুরোহিত থেকে ইমাম, ব্যবসায়ী ও প্যান্ডেল মালিকদের ও কড়া বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বাল্য বিবাহ দিলে হতে পারে কড়াশাস্তি তাও জানানো হয় আইন সম্পর্কে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Marriage: বিয়ে করে ফেঁসে যাচ্ছেন জামাই বাবাজি, কোথাও আবার পুরোহিত যাচ্ছে জেলে! বিয়েতে এই নিয়ম না মানলেই যেতে হবে জেলে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement