পুজোর আগেই ১ কোটি ৮৪ লক্ষ খরচ! আলো ঝলমল হয়ে উঠবে এই শহর

Last Updated:

পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্পে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থের সাহায্যে শহরের ১৪টি ওয়ার্ডের রাস্তায় কয়েকশো নতুন এলইডি পথবাতি বসানো হবে

+
গ্রিন

গ্রিন সিটি মিশন প্রকল্পে পথবাতি

এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পুজোর মুখে এগরা শহরের চেহারা পাল্টাতে চলেছে। বহুদিন ধরেই আলোর অভাবে ভোগান্তির অভিযোগ করে আসছিলেন এগরাবাসী। রাস্তার পাশে আলো না থাকায় দুর্ঘটনা থেকে শুরু করে ছিনতাই, সব ধরণের সমস্যা ও বিপদ বাড়ছিল। এবার সেই অন্ধকার দূর করতেই বড়সড় উদ্যোগ নিল এগরা পুরসভা।
পুরপ্রধান স্বপনকুমার নায়ক জানান, পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্পে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থের সাহায্যে শহরের ১৪টি ওয়ার্ডের রাস্তায় কয়েকশো নতুন এলইডি পথবাতি বসানো হবে। শুধু তাই নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং ব্যস্ত এলাকাগুলিতে লাগানো হবে হাইমাস্ট আলো। এমনকি কাঁথি-বেলদা রাজ্য সড়ক যেটি শহরের মধ্য দিয়ে গিয়েছে, পুরসভার অধীনে থাকা সেই রাস্তার দু’পাশে বসানো হবে পথবাতি। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পুরসভার দাবি, সব কাজ পুজোর আগেই শেষ করা হবে। ফলে আলোকিত হয়ে উঠবে গোটা শহর।
advertisement
আরও পড়ুন: আতঙ্কের নাম সংকোষ! কী হবে ভেবেই রাত কাবার
এর আগে পরিবহণ দফতরের আর্থিক সহায়তায় শহরের বিভিন্ন ওয়ার্ডে কিছু এলইডি পথবাতি ও হাইমাস্ট আলো বসানো হয়েছিল। কিন্তু তা ছিল একেবারেই অপর্যাপ্ত। স্থানীয়রা বারবার দাবি তুলেছিলেন আরও বেশি আলো বসানোর জন্য। কারণ অন্ধকার রাস্তায় শুধু সাধারণ যাত্রীই নয়, এলাকাবাসীরাও সমস্যায় পড়তেন। অন্ধকারের সুযোগে বেড়ে যাচ্ছিল অসামাজিক কাজকর্মের আশঙ্কাও।
advertisement
advertisement
পুরসভা সূত্রে খবর, এবার প্রকল্পটি বাস্তবায়িত হলে আলোকসজ্জার সমস্যার বড় অংশই মিটে যাবে। প্রতিটি ওয়ার্ডেই আলো বসানো হবে, যাতে শহরের কোনও অংশই অন্ধকারে ডুবে না থাকে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ এগরার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা করবে।
আরও পড়ুন: অবহেলার শিকার ৩০০ বছরের ঐতিহ্য! পুজোর মুখে ঘটল চরম অঘটন, দর্শনার্থীদের জন্য ‘এই’ মন্দিরের দরজা তবে কী চিরদিনের মতো বন্ধ হল?
সবমিলিয়ে, পুজোর আগেই আলোয় ঝলমল হয়ে উঠতে চলেছে এগরা শহর। পথবাতি বসানো শেষ হলে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই কমবে দুর্ঘটনা ও অপরাধের আশঙ্কা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগেই ১ কোটি ৮৪ লক্ষ খরচ! আলো ঝলমল হয়ে উঠবে এই শহর
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement