Homeopathy: শান্তিপুরে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দিতে সরকারি উদ্যোগ, চালু আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Homeopathy- শরীরের নিজস্ব প্রতিষেধক ক্ষমতা হারাচ্ছে তাই অল্পতেই মুঠো মুঠো ওষুধ নয় শরীরকে সারানোর সময় দিতে হবে বেশ কিছু সমস্যা আছে যার অব্যর্থ ওষুধ হোমিওপ্যাথি
শান্তিপুর: পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার মধ্যেই স্বাস্থ্য ক্ষেত্রে ফের উন্নয়নের ধারা বজায় রাখল নদিয়ার শান্তিপুর পৌরসভা। শান্তিপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র হোমিওপ্যাথি পরিষেবার উদ্বোধন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাস।
আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও ভেষজ উদ্যানের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ক্ষেত্রে বারবার একাধিক ভাবে স্বাস্থ্যের উন্নয়নের জন্য একের পর এক পরিষেবা দিচ্ছে শান্তিপুর পৌরসভা তারই প্রতিফলনস্বরূপ এই আদর্শ আয়ুশ হোমিওপ্যাথি পরিষেবা স্বাস্থ্য কেন্দ্র বলে দাবি করেন কাউন্সিলর।
পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, এলাকায় যেমন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিক রয়েছেন, তেমনই সংখ্যায় খুবই নগণ্য হলেও উন্নয়ন থমকে দেওয়ার চেষ্টা করেছিলেন দু-একজন। তাই জমি জট কাটিয়ে প্রকল্পটি বাস্তবের রূপায়ণ করতে একটু দেরি হল। তবে মানুষের জন্যই এই পরিষেবা চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকেন্দ্র সবটাই দেখভালের দায়িত্ব এলাকার নাগরিকদের।
advertisement
advertisement
আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ, ধর্ষ*ণের অভিযোগে এবার গ্রেফতার সেই বিজেপি নেতা!
জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস জানান তিনি নিজেও বেশ কিছু শারীরিক সমস্যায় হোমিওপ্যাথি ব্যবহার করে থাকেন। ব্যাখ্যা করেন অ্যান্টিবায়োটিক ক্রমশ আপডেট হচ্ছে । শরীর নিজস্ব প্রতিষেধক ক্ষমতা হারাচ্ছে, তাই অল্পতেই মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন অনেকে। শরীরকে সারানোর সময় দিতে হবে। বেশ কিছু সমস্যা আছে যার অব্যর্থ ওষুধ হোমিওপ্যাথি।
advertisement
হোমিওপ্যাথি নিয়ে মাঝেমধ্যেই বিতর্ক দানা বাঁধে। বৈজ্ঞানিক দিক থেকে সেই প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক বলেন, হ্যানিম্যান শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ বলে ব্যাখ্যা করেন। তবে আয়ুষ যোগা ইউনানী আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথির মেলবন্ধন আর এই চিকিৎসা পদ্ধতি আজও বিশ্বের মাঝে সমাদ্রিত যা ভারতবর্ষে সৃষ্ট বহু প্রাচীন।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Homeopathy: শান্তিপুরে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দিতে সরকারি উদ্যোগ, চালু আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র