Gopiballavpur Market: প্রশাসনিক উদ্যোগ নয়! পুজোর আবহে বাজার পরিষ্কার করলেন ব্যবসায়ী, নিজের টাকায় সাফাই অভিযান তন্ময়ের

Last Updated:

Gopiballavpur Market: যত্রতত্র ময়লা ফেলায় দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম তৈরি হয়েছিল। পড়ে থাকা ময়লা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছিল। এবার গোপীবল্লভপুর বাজার পরিষ্কার করলেন এক ব্যবসায়ী।

+
গোপীবল্লভপুর

গোপীবল্লভপুর বাজার পরিষ্কার করা হচ্ছে

গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তন্ময় নন্দীঃ দীর্ঘদিন ধরেই বাজারের যত্রতত্র ময়লা ফেলার কারণে দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। রাস্তা পারাপার করতে গেলে রুমাল চেপে যেতে হত, ছড়াচ্ছিল ডেঙ্গুর মতো রোগ। এসব দেখে আর থাকতে পারলেন না ব্যবসায়ী। গোপীবল্লভপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। নোংরার কারণে তাঁরাও মুখ ফেরাচ্ছিলেন। তাই এবার এলাকা পরিষ্কার করতে সরাসরি এগিয়ে এলেন তন্ময় বক্সী নামে এক ব্যবসায়ী। নিজের গাঁটের কড়ি খরচ করে পুজোর আগে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে প্রায় দুই দিন ধরে এলাকার বেশ কিছু জমে থাকা ময়লা পরিষ্কার করতে উদ্যোগী হন তিনি।
গোপীবল্লভপুরের যত্রতত্র ময়লা ফেলায় দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছিল। পড়ে থাকা ময়লা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছিল। প্রশাসনিক উদ্যোগে কোনও ব্যবস্থা না হওয়ায় নিজেই মাঠে নামেন ব্যবসায়ী। তিনি বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও সেখানে কেউ ময়লা ফেলেন না। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে সাধারণ মানুষকে এই দুর্গন্ধ সহ্য করতে হত। পুজো দেখতে এসে তাঁদের যাতে এই অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্য এই কাজ করছেন।
advertisement
আরও পড়ুনঃ রাজবাড়ির আদলে মণ্ডপ, নজর কাড়ছে প্রতিমা! বীরভূমের ‘এই’ বিগ বাজেট পুজোয় এবারেও চমক, না দেখলে মিস
স্থানীয়রা জানাচ্ছেন, গোপীবল্লভপুর বাজারের একাধিক জায়গায় বেশ কিছুদিন ধরে আবর্জনা জমা হয়েছিল। সেগুলি পরিষ্কার করার কোনও ভাবনা নেওয়া হয়নি। তন্ময়ের উদ্যোগ সত্যিই ভাল। গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির কোর কমিটির সদস্য তন্ময় বক্সী। তিনি নিজেই জেসিবি মেশিন দিয়ে বাজারের সমস্ত জমে থাকা আবর্জনা গাড়িতে তুলে অন্যত্র ফেলার ব্যবস্থা করেন। পাশাপাশি শ্রমিক লাগিয়ে একটি শৌচাগারও পরিষ্কার করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনিক উদ্যোগের বাইরে একজন ব্যবসায়ীর এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদারা। তাঁর এই ধরণের ব্যক্তিগত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এদিন সাধারণ ব্যবসায়ীদের যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য আবেদন করা হয়। সবাই যাতে সঠিক জায়গায় আবর্জনা ফেলেন সেই জন্য সচেতন করা হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gopiballavpur Market: প্রশাসনিক উদ্যোগ নয়! পুজোর আবহে বাজার পরিষ্কার করলেন ব্যবসায়ী, নিজের টাকায় সাফাই অভিযান তন্ময়ের
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement