Birbhum News: ফের মঞ্চ খুলবে, হবে সাংস্কৃতিক অনুষ্ঠান! রক্তকরবীর সংস্কারে খুশির হাওয়া রামপুরহাট শহরে
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
দীর্ঘ সাত থেকে আট বছর ধরে দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন, একাধিকবার স্মারকলিপি জমা দেওয়ার পর অবশেষে খুশির সংবাদ।
রামপুরহাট, বীরভূম : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুশির হওয়া বীরভূমের রামপুরহাটে সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে। বীরভূমের রামপুরহাট শহরে একটি মাত্র সাংস্কৃতিক মঞ্চ যার নাম রক্তকরবী। এটি প্রায় ৭ থেকে ৮ বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। একাধিকবার রামপুরহাটের সংস্কৃতিপ্রেমীমানুষজনএর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সংবাদমাধ্যমের শিরোনামে উঠেছিল এই রক্তকরবী মঞ্চ।তবে আন্দোলন থেকে শুরু করে সবকিছু করা হলেও দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে দরজায় তালা বন্ধ অবস্থায় পড়েছিল এইমঞ্চ।চলতি মাসের ২৩ তারিখ কালীঘাটের বৈঠকে মূখ্যমন্ত্রী নিজে জানতে চেয়েছিলেন এই রক্তকরবীর বর্তমান অবস্থা কেমন।সেই সময় মন্ত্রী ফিরহাদ হাকিম রক্তকরবীর দুর্দশার কথা জানান এবং তারপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তকরবী উন্নয়নের জন্য কাগজপত্র তৈরি করা হোক।
আর এর পরেই রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে মঙ্গলবারনির্দেশ আসে কাজ শুরু করার জন্য। ইতিমধ্যেই রক্তকরবীর জন্য মোট DPR জমা দেওয়া হয়েছে ৫ কোটি ৬৩ লক্ষ টাকার। তার মধ্যে সিভিল ওয়ার্কের জন্য প্রথম অ্যাপ্রুভল এসেছে ৯৯ লক্ষ ৪৬ হাজার টাকা। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানান রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান। অন্যদিকে রক্তকরবীর লাইটের জন্য ১ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা, পুশিং চেয়ার এবং সাউন্ড সিস্টেমের জন্য ১ কোটি ৩৭ লক্ষ ৯৯ হাজার টাকা, অগ্নিনির্বাপক যন্ত্রের জন্য ৪৩ লক্ষ ২৬ হাজার টাকা এবং ফল সিলিং ও ওয়ালপেপার কাজের জন্য ১ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার টাকা কম্পনেন্ট জমা দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : ঘর ফেরানো হোক, চায় বিশ্বভারতীর ‘আলাপিনী’
advertisement
ইতিমধ্যে কাজ শুরু করার জন্য প্রথম এপ্রুভল এসেছে ৯৯ লক্ষ ৪৬ হাজার টাকার। আগামী১০ থেকে ১৫ দিনেরমধ্যে নতুন করে কাজ শুরু হবে বলে জানা যায়। চলতি বছরের ১৫ আগস্ট এর মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানায়পৌরসভা কর্তৃপক্ষ। স্বভাবতই খুশির হাওয়া রামপুরহাটের সংস্কৃতিপ্রেমিক মানুষের মধ্যে। রামপুরহাটের এক সাংস্কৃতিক প্রেমী মানুষ অমিতাভ হালদার জানান, বামফ্রন্টের আমলে আজ থেকে প্রায় ২০ বছর আগে এই মঞ্চের কাজ শুরু হয়।
advertisement
আরও পড়ুন : বারাণসীর মতো এই দৃশ্য এবার দেখা যাবে তারাপীঠেও! দর্শনার্থীদের ভিড় আরও বাড়াবে সন্ধ্যা আরতি
এই মঞ্চবিগত প্রায় সাত থেকে আট বছর ধরে সংস্কারের অভাবে বন্ধ হয়ে পড়েছিল । নতুনভাবে কাজ শুরু হওয়ার খবরপেয়েআনন্দিত শহরের মানুষজন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
যত তাড়াতাড়ি কাজ সম্পন্ন হলে ফেররক্তকরবীকে আগের মত দেখা যাবে বলে আশা প্রকাশ করছেন রামপুরহাটের বাসিন্দারা।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ফের মঞ্চ খুলবে, হবে সাংস্কৃতিক অনুষ্ঠান! রক্তকরবীর সংস্কারে খুশির হাওয়া রামপুরহাট শহরে

