Abhishek Banerjee: আগে মানুষ সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করছে! এসআইআর নিয়ে আক্রমণে অভিষেক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: বিজেপির সহকারী সংস্থা ইসি, বাংলায় S.I.R ঘোষণা করেছে। উৎসবের মরসুমে ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা।
কলকাতা: সোমবারই পশ্চিমবঙ্গে এসআইআরের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। তিনি বলেন, “বিজেপির সহকারী সংস্থা ইসি, বাংলায় S.I.R ঘোষণা করেছে। উৎসবের মরসুমে ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা”।
পাশাপাশি তিনি বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বাছাই করছে পছন্দমতো। আসল লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়। দেড় বছর আগেই লোকসভা ভোট হয়েছে। এই ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে, অন্যকে জ্ঞান না দিয়ে আপনি আচরি ধর্ম করুন। ইস্তফা দিয়ে S.I.R করুন”।
advertisement
advertisement
আগেও এসআইআর হয়েছে, তবে এবার এসআইআর কি সঠিক ভাবে হবে, সেই নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক, পাশাপাশি সব রাজ্যে কেন এসআইআর হবে না সেই নিয়েও আক্রমণে তৃণমূল নেতা। তিনি বলেন, “২০০২-এর S.I.R সময় লেগেছিল দুই বছর। এখন বলছে দুই মাসে শেষ করবে। আগামী বছর যে সব রাজ্যে ভোট আছে, সেখানে কৌশলে অসমকে বাদ দিয়েছে। বিজেপি ক্ষমতায় আছে সেখানে। তাই সেখানে S.I.R নয়। যদিও বাংলায় হবে। তাহলে এক দেশ এক নির্বাচন গল্প দেন কেন? কমিশনের কোন নিয়মে লেখা আছে এক রাজ্যে S.I.R হবে না অন্য রাজ্যে হবে? এর উত্তর কমিশন দিতে পারেনি”।
advertisement
পাশাপাশি মানচিত্র দেখিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ শুধু নয়, আরও অনেক রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের, তবু শুধু বাংলায় এসআইআর হচ্ছে। মায়ানমারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সীমান্ত না থাকলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আক্রমণ করা হচ্ছে বাংলাকে, সেই নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।
advertisement
সেই সঙ্গে আগামী নির্বাচন নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ করেন তিনি। তিনি বলেন, “চ্যালেঞ্জ করছি গতবারের চেয়ে এক আসন বেশি পাব, বিজেপিকে ৫০ নামাব। আদালতের গাইডলাইন না মানলে আদালতে যাব আর রাজনৈতিক লড়াই করব। বিজেপি আন্ডারটেকিং দিয়ে বলুক, হেরে গেলে বকেয়া ২ লক্ষ কোটি টাকা দিয়ে দেব”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 4:47 PM IST

