8th Pay Commission: কেন্দ্রের বিশাল সিদ্ধান্ত! অষ্টম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত! বেতন, পেনশন বাড়ছে ১ কোটি মানুষের

Last Updated:
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিশাল খবর, বেতন, পেনশন বাড়ছে
1/16
২৮ অক্টোবর ২০২৫ বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ এর সরাসরি প্রভাব লক্ষ লক্ষ কর্মীদের উপরেই ৷ এক বড় ঘোষণা এবার বদলে দেবে জীবন ৷ প্রতীকী ছবি ৷
২৮ অক্টোবর ২০২৫ বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ এর সরাসরি প্রভাব লক্ষ লক্ষ কর্মীদের উপরেই ৷ এক বড় ঘোষণা এবার বদলে দেবে জীবন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশবাসীকে ছটপুজোর শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশবাসীকে ছটপুজোর শুভেচ্ছা জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
অষ্টম বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, এরফলে দেশের প্রায় ৫০ লক্ষ কর্মীর বেতন বাড়ছে ৷ মঙ্গলবারের বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ প্রতীকী ছবি ৷
অষ্টম বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, এরফলে দেশের প্রায় ৫০ লক্ষ কর্মীর বেতন বাড়ছে ৷ মঙ্গলবারের বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
ফলত বহুদিনের প্রতীক্ষার অবসান বেতন ও পেনশন বাড়তে চলেছে ৷ অষ্টম বেতন কমিশনের গঠনের দিন থেকে আগামী ১৮ মাসের মধ্যেই সুপারিশ পেশ করবে অষ্টম বেতন কমিশন ৷ প্রতীকী ছবি ৷
ফলত বহুদিনের প্রতীক্ষার অবসান বেতন ও পেনশন বাড়তে চলেছে ৷ অষ্টম বেতন কমিশনের গঠনের দিন থেকে আগামী ১৮ মাসের মধ্যেই সুপারিশ পেশ করবে অষ্টম বেতন কমিশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে বসে আছেন ৷ কেননা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে নতুন বেতনক্রম, ফিটমেন্ট ফ্যাক্টর, ভাতা,  স্যালারি ইত্যাদির ক্ষেত্রে কী হতে পারে, সম্ভাবনাই বা কী? প্রতীকী ছবি ৷
অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে বসে আছেন ৷ কেননা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে নতুন বেতনক্রম, ফিটমেন্ট ফ্যাক্টর, ভাতা, স্যালারি ইত্যাদির ক্ষেত্রে কী হতে পারে, সম্ভাবনাই বা কী? প্রতীকী ছবি ৷
advertisement
6/16
গ্রেড পে ১,৮০০, ১,৯০০, ২,০০০, ২,৪০০, ২,৮০০, ৪,২০০, ৪,৬০০ টাকায় যদি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ ৷ প্রতীকী ছবি ৷
গ্রেড পে ১,৮০০, ১,৯০০, ২,০০০, ২,৪০০, ২,৮০০, ৪,২০০, ৪,৬০০ টাকায় যদি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
X শহরে HRA (৩০%) ও সর্বাধিক TPTA থেকে TA বিভিন্ন খাতে যে পাবেন সেটি অনুমান করা হচ্ছে ৷ এবার দেখে নেওয়া যাক বেতনের পরিগণনা ৷ প্রতীকী ছবি ৷
X শহরে HRA (৩০%) ও সর্বাধিক TPTA থেকে TA বিভিন্ন খাতে যে পাবেন সেটি অনুমান করা হচ্ছে ৷ এবার দেখে নেওয়া যাক বেতনের পরিগণনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
লেবেল ১ বেসিক পে ১৮,০০০ টাকা বিভাইজড ১.৯২, ৩৪,৬৬০ টাকা, HRA (৩০%), ১০,৩৬০ টাকা, সর্বাধিক TPTA ১,৩৫০ টাকা, গ্রস বেতন ৪৬,২৬৭ টাকা ৷ এনপিএস +CGH, ৩.৭০৬ টাকা নেট বেতন ৪২,৫৭২ টাকা ৷ প্রতীকী ছবি ৷
লেবেল ১ বেসিক পে ১৮,০০০ টাকা বিভাইজড ১.৯২, ৩৪,৬৬০ টাকা, HRA (৩০%), ১০,৩৬০ টাকা, সর্বাধিক TPTA ১,৩৫০ টাকা, গ্রস বেতন ৪৬,২৬৭ টাকা ৷ এনপিএস +CGH, ৩.৭০৬ টাকা নেট বেতন ৪২,৫৭২ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ১৯,৯০০ টাকা বিভাইজড ১.৯২, ৩৮,২০৮ টাকা, HRA (৩০%), ১১,৪৬২ টাকা, সর্বাধিক TPTA ১,৩৫০ টাকা, গ্রস বেতন ৫১,০২০ টাকা ৷ এনপিএস +CGH, ৪,০৭১ টাকা নেট বেতন ৪৬,৯৪৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ১৯,৯০০ টাকা বিভাইজড ১.৯২, ৩৮,২০৮ টাকা, HRA (৩০%), ১১,৪৬২ টাকা, সর্বাধিক TPTA ১,৩৫০ টাকা, গ্রস বেতন ৫১,০২০ টাকা ৷ এনপিএস +CGH, ৪,০৭১ টাকা নেট বেতন ৪৬,৯৪৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
লেবেল-৩ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ২১,৭০০ টাকা বিভাইজড ১.৯২, ৪১,৬৬৪ টাকা, HRA (৩০%), ১২,৪৯৯ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৫৭,৭৬০ টাকা ৷ এনপিএস +CGH, ৪,৪১৬ টাকা নেট বেতন ৫৩,৩৪৭ টাকা ৷ প্রতীকী ছবি ৷
লেবেল-৩ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ২১,৭০০ টাকা বিভাইজড ১.৯২, ৪১,৬৬৪ টাকা, HRA (৩০%), ১২,৪৯৯ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৫৭,৭৬০ টাকা ৷ এনপিএস +CGH, ৪,৪১৬ টাকা নেট বেতন ৫৩,৩৪৭ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
লেবেল ৪ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ২৫,৫০০ টাকা বিভাইজড ১.৯২, ৪৮,৯৬০ টাকা, HRA (৩০%), ১৪,৬৮৮ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৬৭,২৪৮ টাকা ৷ এনপিএস +CGH, ৫,১৪৬ টাকা নেট বেতন ৬২,১০২ ৷ প্রতীকী ছবি ৷
লেবেল ৪ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ২৫,৫০০ টাকা বিভাইজড ১.৯২, ৪৮,৯৬০ টাকা, HRA (৩০%), ১৪,৬৮৮ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৬৭,২৪৮ টাকা ৷ এনপিএস +CGH, ৫,১৪৬ টাকা নেট বেতন ৬২,১০২ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
লেবেল ৫ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ২৯,২০০ টাকা বিভাইজড ১.৯২, ৫৬,০৬৪ টাকা, HRA (৩০%), ১৬,৮১৯ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৭৬,৪৮৩ টাকা ৷ এনপিএস +CGH, ৫,২৫৬ টাকা নেট বেতন ৭০,৬২৭ টাকা ৷ প্রতীকী ছবি ৷
লেবেল ৫ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ২৯,২০০ টাকা বিভাইজড ১.৯২, ৫৬,০৬৪ টাকা, HRA (৩০%), ১৬,৮১৯ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৭৬,৪৮৩ টাকা ৷ এনপিএস +CGH, ৫,২৫৬ টাকা নেট বেতন ৭০,৬২৭ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
লেবেল ৬ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ৩৫,৪০০ টাকা বিভাইজড ১.৯২, ৬৭,৯৬৮ টাকা, HRA (৩০%), ২০,৬৮৮ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৯১,৯৫৮ টাকা ৷ এনপিএস +CGH, ৭,২৪৭ টাকা নেট বেতন ৮৪,৭১১ টাকা ৷ প্রতীকী ছবি ৷
লেবেল ৬ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ৩৫,৪০০ টাকা বিভাইজড ১.৯২, ৬৭,৯৬৮ টাকা, HRA (৩০%), ২০,৬৮৮ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ৯১,৯৫৮ টাকা ৷ এনপিএস +CGH, ৭,২৪৭ টাকা নেট বেতন ৮৪,৭১১ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
লেবেল ৭ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ৪৪,৯০০ টাকা বিভাইজড ১.৯২, ৮৬,২০৮ টাকা, HRA (৩০%), ২৫,৮৬২ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ১,১৫,৬৭০ টাকা ৷ এনপিএস +CGH, ১৫,৯৩১ টাকা নেট বেতন ৯৯,৭৩৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
লেবেল ৭ অষ্টম বেতন কমিশনের অন্তর্গত, বেসিক পে ৪৪,৯০০ টাকা বিভাইজড ১.৯২, ৮৬,২০৮ টাকা, HRA (৩০%), ২৫,৮৬২ টাকা, সর্বাধিক TPTA ৩,৬০০ টাকা, গ্রস বেতন ১,১৫,৬৭০ টাকা ৷ এনপিএস +CGH, ১৫,৯৩১ টাকা নেট বেতন ৯৯,৭৩৯ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
Disclaimer: এই গণনা সম্পূর্ণ রূপে অনুমানের ভিত্তিতে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২, মহার্ঘ ভাতা ০% নতুন বেতন কমিশনে ডিএ মার্জ করা হয়েছে, X শহরের জন্য ৩০% HRA ও বড় শহরের জন্য হায়ার TPTA  নিরিখে মানা যায় ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: এই গণনা সম্পূর্ণ রূপে অনুমানের ভিত্তিতে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২, মহার্ঘ ভাতা ০% নতুন বেতন কমিশনে ডিএ মার্জ করা হয়েছে, X শহরের জন্য ৩০% HRA ও বড় শহরের জন্য হায়ার TPTA নিরিখে মানা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement