JOB: খুবই ভাল বেতন! বাঁকুড়ায় সরকারি দফতরে দুর্দান্ত চাকরির সুযোগ! আজই আবেদন করুন

Last Updated:

JOB: চাকরির সুযোগ বাঁকুড়া জেলায়। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ইতিমধ্যেই বেরিয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। বাঁকুড়া জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের তরফে এই নিয়োগ।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
বাঁকুড়া: চাকরির সুযোগ বাঁকুড়া জেলায়। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ইতিমধ্যেই বেরিয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। বাঁকুড়া জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের তরফে এই নিয়োগ। পদের নাম: অফিসার ইন চার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর, হাউস ফাদার এবং হেল্পার। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।
এবার জেনে নেওয়া যাক কোন পদে আবেদন করার জন্য কী যোগ্যতাপ্রয়োজন: প্রথমেই আসা যাক অফিসার ইন চার্জ পদে, এই পদে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক/ চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বয়স হতে হবে ২৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে বেতন ৩৩,১০০ টাকা।
আরও পড়ুনঃ ‘রোজ রাতে…! এই মেয়েকে ছেলের বউ করে…’, কুমোরটুলির ট্রলি-কাণ্ডে বিস্ফোরক ফাল্গুনীর শ্বশুর
অপরদিকে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও কাউন্সিলর পদে বেতন ২৩,১৭০ টাকা। হাউস ফাদার বেতন পাবেন ১৪,৫৬৪ টাকা। এই দুটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে কাউন্সিলরের বয়স ২৪-৪০ বছরের মধ্যে হতে হবে। এর পর রয়েছে ১২ হাজার টাকা বেতনের ১৮-৪০ বছরের বয়সী প্রার্থী নিয়োগ করা হবে হেল্পার পদে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কিছুদিন ধরেই হাত-পা কাঁপছে? হাতে পায়ে ঝিন ধরছে? ভিটামিনের অভাব নাকি ‘এই’ ৫ ভয়ঙ্কর রোগের ইঙ্গিত? জানুন
কোথায় আবেদন করবেন এবং কীভাবে করবেন? প্রথমে চলে যান বাঁকুড়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এপেয়ে যাবেন বিজ্ঞপ্তি। অথবা নীচের লিংকে ক্লিক করে খুলে নিন বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JOB: খুবই ভাল বেতন! বাঁকুড়ায় সরকারি দফতরে দুর্দান্ত চাকরির সুযোগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement