Santiniketan Poush Mela 2025: টোটো চলাচলে বিরাট কড়াকড়ি! পৌষমেলার ভিড় সামলাতে বড় পদক্ষেপ প্রশাসনের, জাুনন রুট ও ভাড়ার তালিকা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Santiniketan Poush Mela 2025: পৌষ মেলা উপলক্ষে বোলপুর শান্তিনিকেতনে টোটো ভাড়া নির্ধারণ, নো এন্ট্রি জোন ও কড়া নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মাসের ২৩ শে ডিসেম্বর থেকে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা উৎসব।এবছর পৌষমেলায় ভিড় জমাতে পারেন প্রায় সাত থেকে আট লক্ষ পর্যটক। আর সেই কারণেই পৌষ মেলার সময় টোটো ভাড়া এবং যানজট নিয়ন্ত্রণের জন্য বিশেষ বৈঠক আয়োজন করা হয় বোলপুর পৌরসভা এবং বীরভূম জেলা পুলিশের। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
advertisement
এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। এই বৈঠক শেষে অতিরিক্ত পুলিশ সুপার জানান,' চলতি বছরও গত বছরের মতন টোটো রুট থাকবে। সংগীত ভবন, জীবক ফার্মেসি, রয়েল বেঙ্গল হোটেল এবং জনতা ফার্মেসির কাছে টোটোর জন্য নো এন্ট্রি হবে।
advertisement
এর মাঝখানে কোনও ভাবে টোটো চলবে না বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা হাঁটাচলা করবেন। কিছু কিছু ক্ষেত্রে ৩০০ থেকে ৫০০ মিটার হাঁটতে হতে পারে। টোটো নো এন্ট্রি পয়েন্টগুলোতে প্রশাসনের তরফ থেকে দুটি করে টোটো রাখা হবে প্রশাসনের তরফ থেকে। যাতে বৃদ্ধ কেউ থাকলে তাদেরকে যেন পৌঁছে দেওয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন গলি দিয়ে কোনও টোটো যদি নো এন্ট্রির ভেতরে ঢোকার চেষ্টা করেন, তাদের প্রথমেই সতর্ক করা হবে আর তা না হলে টোটো সিজ করে দেওয়া হবে।
advertisement
advertisement
এর পাশাপাশি ভাড়ার তালিকার জন্য যে বোর্ড গুলি লাগানো হবে তার মধ্যে হেল্পলাইন নাম্বারও থাকবে। কোনও রকম প্রয়োজনে পর্যটকরা ফোন করে সাহায্য নিতে পারবেন। এছাড়াও নিরাপত্তা আরও আটোসাটো করতে সিকিউরিটি পাসে নিজের ছবি লাগানো বাধ্যতামূলক করা হবে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এবং ভিড় জনবহুল জায়গায় প্রশাসনের তরফ থেকে সাধারণ পোশাক পরিধান করে পুলিশ মোতায়েন থাকবে। (তথ্য ও ছবি: সৌভিক রায়)







