River Erosion : বর্ষা নয়, শীতের শুরুতে নদী বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে! উপকূলে তছনছ একের পর এক ঘরবাড়ি

Last Updated:

River Erosion : শীতের শুরুতেই অস্বাভাবিক কাণ্ড গোবর্ধনপুরে। নদীবাঁধ উপচে জল আসছে গ্রামে। ওই জায়গায় আর বাঁধ করা সম্ভব নয়।

+
এই

এই বাঁধ উপচে জল আসছে

পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : শীতের শুরুতেই অস্বাভাবিক কাণ্ড গোবর্ধনপুরে। এই সময় নদীবাঁধ উপচে জল আসছে গ্রামে। বছরের এই সময়ে এমন ঘটনা সচারাচর দেখা যায় না। ফলে আতঙ্ক বাড়ছে এলাকায়। জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল আগেই। সমুদ্রের জলের স্তর বাড়ছিল ক্রমশ। এবারের এই ঘটনা সেই দিকটিকে ইঙ্গিত করল। সাধারণত বর্ষার সময় কোটালে এমন ঘটনা ঘটে।
কিন্তু শীতের শুরুতে এই ঘটনায় স্থানীয়রা খুবই আতঙ্কিত। এ নিয়ে স্থানীয় বাসিন্দা রামপদ গুড়িয়া, জয়দেব বেরারা জানিয়েছেন তাঁদেরকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। ওই জায়গায় আর বাঁধ করা সম্ভব নয়। সমুদ্রের জল সরাসরি এসে ধাক্কা দিচ্ছে বাঁধে। আর কিছুদিনের মধ্যে সেই বাঁধ থাকবেনা। জল মাঝে মধ্যে বাঁধ টপকে চলে আসছে গ্রামে।
advertisement
advertisement
ইতিমধ্যে এই ঘটনায় ঘরছাড়া প্রায় ৪০টি পরিবার। এর আগে বর্ষায় নদী বাঁধ প্রায় হাফ কিলোমিটারের বেশি ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল। খবর পেয়ে তখন সেখানে গিয়েছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তখন আশ্বাস মিলেছিল রিংবাঁধ হওয়ার। কিন্তু সেই বাঁধ উপচে এলাকায় জল আসায় এবার সেখান থেকে চলে যেতে হচ্ছে সকলকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পুরোনো নদী বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছে। নতুন তৈরি হওয়ার বাঁধ উপচে জল আসছে। ফলে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। স্থানীয়দের মুখে শুধু একটাই কথা, ঘর ছেড়ে দিলে তাঁরা এখন থাকবেন কোথায়, কোথায় যাবেন তাঁরা, কে দেবে তাদের আশ্রয়। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেখানে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
River Erosion : বর্ষা নয়, শীতের শুরুতে নদী বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে! উপকূলে তছনছ একের পর এক ঘরবাড়ি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement