সোশ্যাল মিডিয়ায় আলাপ, প্রেমিকা বাংলাদেশে, প্রেমের টানে সেখানে ছুটল যুবক! তার সঙ্গে যা হল, শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Bangla News: বাংলাদেশি প্রেমিকার টানে বাংলাদেশে গিয়ে বিপাকে পড়েন মুর্শিদাবাদের সোহেল আলি। কী হয় তাঁর সঙ্গে? জানলে শিউরে উঠবেন।
মুর্শিদাবাদ: বাংলাদেশী প্রেমিকার টানে বাংলাদেশ গিয়ে বিপাকে মুর্শিদাবাদের রানীনগরের যুবক সোহেল। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, রানীনগর থানার অন্তর্গত কলবলিতলা গ্রামের সোহেল আলী। মোবাইলের একটি ভিডিও কল অ্যাপসের মাধ্যমে রংপুরের এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। এবং পরবর্তীতে তার সঙ্গে দেখা করতে গিয়েই বাধে বিপত্তি। স্থানীয় লোকজন তাকে ভারতীয় গুপ্তচর এজেন্ট ভেবে মারধর করে ও বেঁধে রাখে। এবং সেই কথা পরবর্তীতে বাংলাদেশের সেনা জানতে পারলে ভারতীয় ওই যুবককে সেখান থেকে নিয়ে আসে। অবশেষে সেখান থেকে ভারতে এসে সরাসরি কেরলে কাজে চলে যান সোহেল আলী।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই ঘটনার শুরু সমাজ মাধ্যম থেকে। রংপুরের মেয়ে সুমনার সঙ্গে পরিচয় হয় কলবলিতলার সোহেল আলীর। সোহেল জানায়, “ওই অ্যাপসের এজেন্সি বাংলাদেশে ওই মেয়েটি দেখাশোনা করত। তার মাধ্যমে আরও প্রায় কুড়ি জনের সঙ্গে পরিচয় হয়। যারা প্রতি মাসে ১০/১২ হাজার করে টাকা আয় করত।” জানা গিয়েছে, অ্যাপসের মাধ্যমে ওই মেয়েরা সমাজ মাধ্যমে লাইভে এসে নতুন নতুন বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে বন্ধুত্ব করত। আর তার মাধ্যমেই আয় হত।
advertisement
সোহেল আরও জানায়, সুমনার অনুরোধেই বাংলাদেশে গিয়েছিল সে। সেটাও অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে। কিন্তু ওখানকার মানুষ ভুল বুঝে মারধর করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
এও জানা গিয়েছে, বাংলাদেশী প্রেমিকার টানে সোহেল বৈধভাবে মালদহের মেহেদীপাড়া সীমান্ত হয়ে বাংলাদেশের রাজশাহী জেলার পবা থানা এলাকায় যায় প্রথমে। সেখানে তার মামার বাড়ি আছে। সেখানে থাকার পর রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। জানান, “শহরের আগেই মর্ডান নামের এক জায়গায় নামি আমি। সেখানে এসে ওই মেয়ে আমাকে গ্রহণ করে ও টোটোতে করে বাড়ি নিয়ে যায়। তার আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। কিন্তু পাড়ার লোকগুলো সব এলোমেলো করে দিল।” সোহেলের কথায় পাড়ার লোকগুলো তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। সেটা দিতে না পারায় অমানবিক ভাবে মারধর করেছে ও কাছে থাকা ভারতীয় ৩ হাজার ৮০০ টাকা ও ৫ হাজার ৫০০ বাংলাদেশী টাকা ছিনিয়ে নিয়েছে। ওদের অত্যাচারের জেরে সুমনাদের বাড়ির কেউ আমার সঙ্গে দেখা করতে পারেনি।
advertisement
ছেলের কীর্তিতে বাবা মর্জেম আলী ভীষণ বিরক্ত। তিনি বলেন, “বার বার নিষেধ করেছিলাম। বলেছিলাম, বাড়িতে স্ত্রী ও সন্তান আছে, এসব পথে যাস না। কিন্তু শোনেনি ছেলে। বাংলাদেশের ওই মেয়েই নাকি সব জানিয়ে চলে গেল। এখন শুনছি ওই মেয়েও বিবাহিতা। তাছাড়া সেখানে পৌঁছতেই ওখানকার লোক গুপ্তচর ভেবে মারধর করে ভারতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ছেলে বাড়িতে না এসে সরাসরি কাজের জায়গায় চলে গিয়েছে।”
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2025 3:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সোশ্যাল মিডিয়ায় আলাপ, প্রেমিকা বাংলাদেশে, প্রেমের টানে সেখানে ছুটল যুবক! তার সঙ্গে যা হল, শিউরে উঠবেন!







