আমেরিকা, রাশিয়ার অস্ত্র আর লাগবে না! ভারতের হাতে এখন বিষধর 'নাগ'! একবার ছুটলেই শত্রু শেষ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Missile Nag: মহাভারতের নাগ এবার বাস্তব! শত্রু ধ্বংসে সেনার হাতে দেশীয় প্রযুক্তি! DRDO-র ‘নাগ’ এবার সেনার হাতে, একবার ছুটলে শুধু ধ্বংস অনিবার্য। জানুন 'নাগ'-এর ক্ষমতা!
advertisement
advertisement
advertisement
advertisement
🔥 কী এমন বিশেষ ‘নাগ’-এ? পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি — DRDO (Defence Research and Development Organisation)-র তৈরি। ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ প্রযুক্তি — মানে একবার ছোঁড়া হলে আর নির্দেশনার দরকার পড়ে ... থার্মাল ইমেজিং সেন্সর – শত্রুর ট্যাঙ্কের উপরের অংশে (সবচেয়ে দুর্বল জায়গায়) আঘাত হানে। শত্রুর ইলেকট্রনিক জ্যামিং প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে না। দিন-রাত, সব সময়েই কাজ করতে সক্ষম।
advertisement
advertisement
বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমবে। এখন পর্যন্ত রাশিয়া, আমেরিকা ও ইজরায়েল থেকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল আমদানি করত ভারত। সীমান্তে মোতায়েন সেনাদের শক্তি বহুগুণ বাড়বে। বিশেষ করে পাকিস্তান ও চিনের সঙ্গে উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে এই মিসাইল নির্ণায়ক ভূমিকা নিতে পারে। Bharat Dynamics Limited (BDL) ইতিমধ্যে এর উৎপাদন শুরু করেছে। সেনাবাহিনী প্রথম ব্যাচের ডেলিভারি অনুমোদন করেছে।
advertisement