হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী
Last Updated:
ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী ৷ আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সে ৷
#হাসনাবাদ: ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী ৷ আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সে ৷ এলাকাবাসীদের তৎপরতায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই ছাত্রী ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক ৷
ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ-শিয়ালদহ শাখার ভ্যাবলা স্টেশনে ৷ জানা গিয়েছে, আহত কিশোরীর নাম সানিয়া খাতুন ৷ সানিয়ার বাড়ি ভ্যাবলার রাজাপুর এলাকায় ৷ মালতিপুরে তার একটি আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে বসিরহাটের ভ্যাবলা স্টেশন থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেনে ওঠে সানিয়া ৷ ট্রেনটি ভ্যাবলা স্টেশন ছেড়ে কিছুটা দূর যেতেই বেসামাল হয়ে রেল লাইনে পড়ে যায় সানিয়া ৷ ঘটনাস্থসলেই গুরুতর আহত হয় সে ৷ এলাকার মানুষ দেখতে পেয়ে সানিয়াকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: ছাত্রী অপহরণের অভিযোগে উত্তপ্ত হলদিয়া
advertisement
ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ ৷ কীভাবে ট্রেন থেকে পরে গেল সানিয়া ? সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2018 3:38 PM IST