বিয়ে প্রতিশ্রুতি দিয়ে Physical Relationship, প্রেমিক বিয়েতে না বলায় Suicide কিশোরীর, আরও যা করল সে

Last Updated:

মোবাইলে ভিডিও রেকর্ডিং করে বলে যায় সে। হাত কেটে প্রেমিকের নামও লিখে রাখে। সেখানেই সে বলে যায় তাঁর সঙ্গে কী অবিচার ( Crime against women) হয়েছে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক (physical relationship) ছিল তাদের৷

অকারণ সন্দেহ মোটেও ঠিক কথা নয়। আপনি কোথাও গেলে সন্দেহ করা, কারও সঙ্গে কথা বললে, সন্দেহ করার মতো আচরণ দেখতে সতর্ক হন। যদি দেখেন, আপনার আড়ালে আপনার ফোন (Mobile) ঘাঁটছে সে, তাহলে বুঝতে হবে আপনাদের সম্পর্কে ভালোবাসার থেকে সন্দেহের পাল্লা ভারী। এক্ষেত্রে, অশান্তি চরম পর্যায় যাওয়ার আগে বেরিয়ে আসা ভালো।
অকারণ সন্দেহ মোটেও ঠিক কথা নয়। আপনি কোথাও গেলে সন্দেহ করা, কারও সঙ্গে কথা বললে, সন্দেহ করার মতো আচরণ দেখতে সতর্ক হন। যদি দেখেন, আপনার আড়ালে আপনার ফোন (Mobile) ঘাঁটছে সে, তাহলে বুঝতে হবে আপনাদের সম্পর্কে ভালোবাসার থেকে সন্দেহের পাল্লা ভারী। এক্ষেত্রে, অশান্তি চরম পর্যায় যাওয়ার আগে বেরিয়ে আসা ভালো।
#মুর্শিদাবাদ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস (physical relationship with the promise of marriage ), তারপরেও বিয়েতে অস্বীকার করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা (Suicide) নাবালিকার। ঘটনাটি ঘটেছে রবিবার (Murshidabad) জলঙ্গী থানার হুকাহারা গ্রামে।
মেয়ের পরিবারের অভিযোগ ৩ বছর ধরে সায়ন সেখ নামে এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলে বিয়ে করতে অস্বীকার করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা (Suicide) করে ওই নাবালিকা। তবে আত্মহত্যার আগে সমস্ত ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে বলে যায় সে। হাত কেটে প্রেমিকের নামও লিখে রাখে। সেখানেই সে বলে যায় তাঁর সঙ্গে কী অবিচার ( Crime against women) হয়েছে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক (physical relationship) ছিল তাদের৷  খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার বলেন, অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
কাজের সূত্রে বছর তিনেক আগে বাবা মায়ের সাথে দিল্লি গিয়ে এলাকার যুবক সায়ন সেখের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই নাবালিকার। ৩ বছর ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। দু' মাস আগে আবার জলঙ্গীতে ফিরে আসে তারা। এরপরেই ওই যুবকের সঙ্গে বিয়ে করার দাবি করে ওই কিশোরী। অভিযোগ যুবকের পরিবার বিয়ের প্রস্তাব মেনে নিতে পারেনি। বিয়েতে আপত্তি করায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ওই যুবকের নামে। বাবা সুন্নাত সেখ বলেন, ‘‘দিল্লিতে গিয়ে ওদের দু'জনের পরিচয় হয়। প্রায় তিন বছরের সম্পর্ক। আমি কোনো বাধা দিইনি। আমার মেয়েকে ও বিয়ে করবে বলে কথা দিয়েছিল। কিন্তু বাড়ি ফিরে এসে বিয়ে করতে অরাজি হয়। ওদের বাড়ি গেলেও আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওর পরিবারের লোকেরা। এরপরেই মেয়ে ভেঙে পড়ে। আমি ওদের বুঝিয়ে ছিলাম আলোচনা করে মীমাংসা করা হবে। কিন্তু তাতেও ওই যুবক রাজি হয়নি।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমার মেয়ের সঙ্গে ওর ছবি, ভিডিও সবকিছু রয়েছে। তারপরেও যে আমার মেয়ে এইভাবে নিজের জীবন শেষ করে দেবে তা বুঝতে পারিনি। অভিযুক্ত ওই যুবক ও তার পরিবারের যেন কঠোর শাস্তি হোক। আমি পুলিশের কাছে সেই দাবি জানাচ্ছি।’’
advertisement
Pranab Kumar Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ে প্রতিশ্রুতি দিয়ে Physical Relationship, প্রেমিক বিয়েতে না বলায় Suicide কিশোরীর, আরও যা করল সে
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement