Paschim Medinipur News: কর্পোরেট চাকরি পছন্দ নয়! কাজ ছেড়ে যা করছেন এই যুবতী... জানলে অবাক হবেন

Last Updated:

Paschim Medinipur News: চাকরি ছেড়ে দিয়ে আঁকাকেই বেছে নিয়েছেন এই যুবতী। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে তৈরি করছে নানা ধরনের গৃহসজ্জার জিনিস।

+
ঈপ্সিতা

ঈপ্সিতা কর

পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই ছবি আঁকার শখ। ছোট থেকেই শেখা ছবি আঁকা। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভরতি হয়েছিলেন ছবি আঁকা নিয়ে। তবে এর মাঝে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ার পর পেয়েছিলেন চাকরিও। তবে সেই চাকরি ছেড়ে দিয়ে আঁকাকেই বেছে নিয়েছেন এই যুবতী। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে তৈরি করছে নানা ধরনের গৃহসজ্জার জিনিস। ছবি আঁকার পাশাপাশি তৈরি করেন বিভিন্ন ধরনের শো-পিস, বিভিন্ন গয়না। ছবি এঁকে একদিকে যেমন নিজের শখ পূরণ করছেন, তেমনই হাতে বানানো এই সকল জিনিস অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি।
বাঁধাধরা ডিউটি তাঁর পছন্দ নয়। সকাল দশটায় অফিস যাওয়া, বিকেলে বাড়িতে ফেরা, এমন এক চেনা ছন্দে থাকতে চায়নি পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা ঈপ্সিতা কর। হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে চাকরি পেলেও সেই চাকরি ছেড়ে দিয়ে এসে ছবি আঁকা এবং হাতের কাজকেই বেছে নিয়েছেন তিনি।
ছোটবেলার শখ এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে প্রতিদিন। যেমন ফেলে দেওয়া বোতলে কাগজ কিংবা টিস্যু পেপার জড়িয়ে তার উপর রং করে ফুটিয়ে তুলছে বিভিন্ন ধরনের শো-পিস। এছাড়াও ফেলে দেওয়া স্টিলের ঘটিকে রং করে নতুনত্ব দিয়েছে সে, মাটির সরার উপর এঁকেছে নানান ছবি। মুরাল আর্ট থেকে ক্লে গয়না বাড়িতেই বানিয়ে তুলেছেন তিনি।
advertisement
advertisement
ছোটবেলা থেকেই আঁকার প্রতি শখ। পরবর্তীতে পেশা হিসাবে আঁকাকেই বেছে নিয়েছেন তিনি। তাঁর হাতের রং তুলি ছোঁয়ায় যেন প্রতিটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই প্রায় কুড়িরও বেশি ধরনের শো-পিস রয়েছে তাঁর কাছে। এছাড়াও গ্রাহকদের চাহিদা মতো বানিয়ে দিচ্ছেন বিভিন্ন জিনিস। একদিকে যেমন ফেলে দেওয়া কিংবা ভেঙে যাওয়া নানান জিনিসকে নতুন রূপ দিচ্ছেন, তেমনই তার নিত্য নতুন জিনিস তৈরি সকলের কাছে পছন্দের হয়ে উঠছে।
advertisement
কর্পোরেট চাকরি ছেড়ে নিজেই কিছু করার ভাবনা নিয়ে ছবি আঁকাকেই বেছে নিয়েছেন এই যুবতী। তাঁর এই শিল্পের প্রতি অনুরাগ এবং ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: কর্পোরেট চাকরি পছন্দ নয়! কাজ ছেড়ে যা করছেন এই যুবতী... জানলে অবাক হবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement