Ghatal: ব্রিজের 'স্বাস্থ্যের' অবনতি, দুর্ঘটনার আশঙ্কা! পণ্যবাহী ট্রাক নিয়ে এই রাস্তা দিয়ে ভুলেও আসবেন না

Last Updated:

দীর্ঘদিন ধরে বন্ধ খুকুড়দহ ব্রিজে ভারী যানবাহন চলাচল। ঘুরপথ মানেই বাড়তি খরচ।

+
গুরুত্বপূর্ণ

গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ দীর্ঘদিন ধরে ব্রিজে বন্ধ ভারী যানবাহন চলাচল, গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছে বহু পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে ভারী যানবাহন চালকেরা। ঘুরপথ মানেই বাড়তি খরচ। তাই সব দিক থেকে নাভিশ্বাস অবস্থা এলাকার মানুষের বিশেষ করে পরিবহণ ব‍্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের। তাই এই সমস‍্যা থেকে মুক্তি পেতে একটাই  দাবি সকলের, বিকল্প পথের ব‍্যবস্থা করা হোক জনগণের স্বার্থে।
আরও পড়ুনঃ রাজনীতি থেকে শিক্ষকতা! অবসরেও থেমে নেই, প্রাক্তন প্রধান শিক্ষকের ‘গুন’ মুগ্ধ করবে আপনাকে
গুরুত্বপূর্ণ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়কের দাসপুর থানার শেষ প্রান্তে খুকুড়দহ ব্রিজে দীর্ঘদিন ধরে বন্ধ ভারী যানবাহন চলাচল। যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা হওয়ায় খুকুড়দহ ব্রিজের পাশেই চলছিল ব্রিজ নির্মানের কাজ। বর্ষায় জল বাড়ার ফলে সেই ব্রিজ নির্মাণে ব্যাঘাত ঘটে। দফায় দফায় জল বাড়ার ফলে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ খুকুড়দহ ব্রিজে ভারী যানবাহন চলাচল। পাশাপাশি মেদিনীপুরেও ব্রিজে ভারী যানবাহন চলাচল বন্ধ।
advertisement
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় সাপুড়েদের কেরামতি! খেলা দেখাতে গিয়ে চোখের পলকে ছোবল, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ব্যক্তি
অন্যদিকে আরামবাগে সেতুর গার্ড ওয়াল ভেঙে যাওয়ার পর বন্ধ হয়েছে রামকৃষ্ণ সেতু দিয়েও ভারী যানবাহন চলাচল। বিভিন্ন রাজ্য সড়কগুলিতে একের পর এক ব্রিজে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছে ট্রাক মালিকেরা। অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে ট্রাক চালকদের। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছে মানুষজন। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহ ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাচল করত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর বন্ধ করা হয়েছে ভারী যানবাহন চলাচল। যানবাহনের কথা ভেবে খুকুড়দহ ব্রিজের পাশেই চলছিল ব্রিজ নির্মাণের কাজ। জল বাড়ার ফলে সেই ব্রিজ নির্মাণেও ব্যাঘাত ঘটে। তবে  কবে এই সমস্যার সমাধান হবে, সেদিকেই তাকিয়ে সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal: ব্রিজের 'স্বাস্থ্যের' অবনতি, দুর্ঘটনার আশঙ্কা! পণ্যবাহী ট্রাক নিয়ে এই রাস্তা দিয়ে ভুলেও আসবেন না
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement