চন্দ্রকোনায় সাপুড়েদের কেরামতি! খেলা দেখাতে গিয়ে চোখের পলকে ছোবল, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ব্যক্তি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
সাপ নিয়ে সাপুড়েদের কেরামতি। খেলা দেখাতে গিয়ে কামড় খেলেন চন্দ্রকোনার এক ব্যক্তি।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ বাড়ি বাড়ি সাপ নিয়ে খেলাতে দেখাতে সাপুড়েদের কেরামতি! কায়দাবাজির জেরে এবার সাপের কামড় খেলেন এক ব্যক্তি। গ্রামের মানুষজন ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে ছোটেন। সাপটিকেও সঙ্গে নিয়ে আসেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মী থেকে শুরু করে পুলিশ। পুলিশ আটক করেছে সাপুড়েদের। ধৃতদের কাছ থেকে বনকর্মীরা উদ্ধার করেছে সাপটিকে।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের। সাপের কামড় খাওয়া ওই ব্যক্তির নাম সুশান্ত সর্দার। জানা যাচ্ছে, চন্দ্রকোনার রামজীবনপুর গ্রাম থেকে দুই সাপুড়ে পিরু মাল ও লালু মাল বাড়ি বাড়ি সাপ নিয়ে ঘুরে খেলা দেখান এবং টাকা উপার্জন করেন। সেই সাপুড়েরাই আজ সুশান্তের বাড়িতে আসেন খেলা দেখাতে। তারা সুশান্তকে বলেন, এই সাপ তাদের পোষ্য, কামড়াবে না। এরপর সুশান্তের হাতে একটি শিকড় দিয়ে সাপের মাথায় হাত রাখতে বলেন।
advertisement
advertisement
সাপুড়েদের কথা মতো সুশান্ত তা করতে যেতেই ঘটল অঘটন। পড়ল ছোবল। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। দ্রুত স্থানীয় মানুষজন আহত সুশান্ত-সহ সাপটিকে নিয়ে আসেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। আসেন বন দফতরের কর্মীরাও। হাসপাতাল সূত্রে খবর, সুশান্ত এখন ভাল আছেন। দুই সাপুড়েকে আটক করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ শিশুদের আধার কার্ড বানাতে গিয়ে কালঘাম ছুটছে পরিবারের! বার বার অনুরোধ বাতিল, চরম বিপাকে ডেবরা
এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। উদ্ধারকারী বনকর্মীরা জানিয়েছেন, এমন সাপ সাধারণত এই এলাকায় পাওয়া যায় না। এই সাপের নাম রেড স্যান্ড বোয়া (বালিবোড়া)। তবে এই সাপের বিষ নেই বলেই বন দফতর সূত্রে খবর। তবে এই সাপ বিষধর হলে কী যে হতো তা ভেবেই আতঙ্কে উঠছে সাপের কামড় খাওয়া ব্যক্তির পরিবারের লোকজন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 4:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চন্দ্রকোনায় সাপুড়েদের কেরামতি! খেলা দেখাতে গিয়ে চোখের পলকে ছোবল, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ব্যক্তি