বিগ বাজেটের পুজো বলে কথা, 'এই' মণ্ডপের চমক 'রত্নগর্ভা', সপরিবারে ঘুরে আসতে ভুলবেন না
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
রাধাকান্তপুরের পুজো হয় বিগ বাজেটে। তাদের এবছরের থিম 'রত্নগর্ভা'। যাঁরা অন্ধকার থেকে এই বাংলাকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন।
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ “এল খুশির শরৎ, একটু হিমেল হাওয়া” বাঙালির সর্বশেষ্ঠ উৎসব দুর্গা পুজো। নতুন ক্যালেন্ডার এলেই সবার আগে বাঙালির চোখ খুঁজে নিতে ভোলে না কবে মহালয়া এবং দুর্গাপুজো শুরু। দিন গুনতে গুনতে হাতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা।
দেখতে দেখতে প্রায় এক বছর কেটে গেল। মা দুর্গার বাপের বাড়ি আসার সময়ও হয়ে গেল। এটি শুধুমাত্র বাঙালির শ্রেষ্ঠ উৎসব তা কিন্তু নয়, এটি হল এমন একটি মিলন উৎসব যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই মেতে ওঠেন আনন্দের কলতানে।
আরও পড়ুনঃ সামনে থেকে লাইব্রেরি চলছে পড়াশুনা, আড়ালে চলত বিরাট গোপন কর্মকাণ্ড
চারিদিকে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরির কাজ। বর্তমান সময়ে পুজো প্যান্ডেল মানেই থিম। কেমন চলছে এবছরের পুজো প্রস্তুতি? তা খোঁজ নিলাম আমরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের রাধাকান্তপুরের পুজো হয় বিগ বাজেটে। তাদের এবছরের থিম ‘রত্নগর্ভা’। যাঁরা অন্ধকার থেকে এই বাংলাকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন। যাঁরা বাংলার নারীদের বন্ধ কারাগার হতে আলোকের ঝর্ণাধারায় নিয়ে এসেছিলেন। যে মহামানবরা শিক্ষার আলোয় অজ্ঞানতার অন্ধকারকে মুছে দিয়েছিলেন। সেই সব মহামানবকে স্মরণ করেই এই বছরের তাদের পুজোর থিম ‘রত্নগর্ভা’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টেনে হিঁচড়ে ধরে…! গৃহশিক্ষিকাকে কাছে টেনে যা করল পড়ুয়ার বাবা, জানাজানি হতেই ছুটে এল গ্রামবাসীরা, তারপর…
রাধাকান্তপুর সার্বজনীন দুর্গাৎসব কমিটির কর্তৃপক্ষ জানাচ্ছেন, এবছর ৬১’তম বর্ষে তাদের থিম রত্নগর্ভা। তাদের কথায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় বাংলার এই দুই মনীষীর নারীশিক্ষায় বিশেষ অবদান রয়েছে। তাদের হাত ধরেই নারীদের শিক্ষাব্যবস্থার উন্নতি হয়েছে। তাই বিশেষ করে চমক থাকছে বিদ্যাসাগর ও রামমোহনকে নিয়ে। আমাদের লক্ষ্য, সারা পৃথিবীকে একটা সুন্দর বাংলা উপহার দেওয়া।
advertisement
চলতি বছর মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর, ২০২৫
পঞ্চমীঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ষষ্ঠীঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সপ্তমীঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫
অষ্টমীঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫
নবমীঃ ১ অক্টোবর, ২০২৫
বিজয়া দশমীঃ ২ অক্টোবর, ২০২৫
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোর প্রস্তুতি তুঙ্গে। আর কিছুদিন পার হলেই হয়তো শুরু হবে কেনাকাটার ধুম। তবে মানতেই হয় পুজোর আনন্দে আমরা সকলেই রাঙিয়ে তুলি হৃদয়ের ক্যানভাস। প্রতিমার মাঝে আমরা খুঁজে পাই শান্তি আর পূর্ণতা। এই উৎসব কেবল ধর্মের নয়, মিলনের, ভালবাসার আর একাত্মতার প্রতীক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 10:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিগ বাজেটের পুজো বলে কথা, 'এই' মণ্ডপের চমক 'রত্নগর্ভা', সপরিবারে ঘুরে আসতে ভুলবেন না