Crime News: টেনে হিঁচড়ে ধরে...! গৃহশিক্ষিকাকে কাছে টেনে যা করল পড়ুয়ার বাবা, জানাজানি হতেই ছুটে এল গ্রামবাসীরা, তারপর...
- Reported by:Syed Mijanur Mahaman
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রামবাসীর রোষে পড়ুয়ার বাবা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিযুক্ত ।
পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রামবাসীর রোষে পড়ুয়ার বাবা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিযুক্ত । পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায় এক গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল শনিবার বিকেলে। অভিযোগ, এক পড়ুয়ার বাবা গৃহশিক্ষিকাকে টেনে হিঁচড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নয় অগাস্ট (শনিবার) বিকেলে। সূত্রের খবর, গৃহশিক্ষিকা, ওই দীর্ঘ চার বছর ধরে পাশের গ্রামের এক পরিবারে গিয়ে পড়াচ্ছিলেন দুই নাবালককে। শনিবারও তিনি রোজকার মত ওই বাড়িতে পড়াতে গিয়েছিলেন। সেই সময় শিশুদুটির মা বাড়ির বাইরে জল আনতে গিয়েছিলেন এবং ঘরে উপস্থিত ছিলেন শুধু তাদের বাবা ।
advertisement
advertisement
অভিযোগ, সেই সুযোগে গৃহশিক্ষিকাকে কাছে টেনে তার শ্লীলতাহানির চেষ্টা করেন পড়ুয়াদের বাবা। কোনওরকমে পালিয়ে গিয়ে গৃহশিক্ষিকা নিজের বাড়িতে ফোন করে বিষয়টি জানান। খবর পৌঁছতেই, কিছুক্ষণের মধ্যেই গৃহশিক্ষিকার এলাকার বহু গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে বাড়ি থেকে টেনে এনে মারধর করেন। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে।
advertisement
প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে পুলিশ। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা দাসপুর জুড়ে নিন্দার ঝড় উঠেছে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, গৃহশিক্ষিকার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2025 11:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: টেনে হিঁচড়ে ধরে...! গৃহশিক্ষিকাকে কাছে টেনে যা করল পড়ুয়ার বাবা, জানাজানি হতেই ছুটে এল গ্রামবাসীরা, তারপর...







