'জল-যুদ্ধের' কী শেষ হবে না? নতুন করে জল বাড়ছে ঘাটালে, বাড়ছে চিন্তা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
সাধারণ মানুষ এবার ক্লান্ত। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে, তাও জানা নেই স্থানীয়দের।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী : প্রায় দু’মাস হতে চলল। কিন্তু এখনও ঘাটাল থেকে কমেনি বন্যার জল। রীতিমতো জলের সঙ্গে যুদ্ধ করে চলছে প্রতিদিনে জীবন। সাধারণ মানুষ এবার ক্লান্ত। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে, তাও জানা নেই স্থানীয়দের। তারমধ্যে নিত্যনতুন নানারকম সমস্যা বেড়ে চলেছে এলাকায়।
এই পরিস্থিতিতে আবার নতুন করে বিপদের আশঙ্কা করছেন ঘাটালবাসী। কারণ আবার জল বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। কয়েকদিনের বৃষ্টির ফলে ছোট-বড় সব নদীর জলস্তর বেড়েছে। পাশাপাশি জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে বাড়ছে জল। তেমনই পরিস্থিতি দেখা দিয়েছে ঘাটালে। যার ফলে আবার চিন্তা বাড়ছে এলাকায়।
আরও পড়ুন : এত্ত বড় রাখি… কে পরবে? কাদের জন্য এই বিশাল আয়োজন?
কয়েকদিনের টানা বৃষ্টি সঙ্গে জলাধার থেকে ছাড়ার জলে শিলাবতী ও ঝুমি নদীর জল বাড়ছে। এমন পরিস্থিতিতে আবার নতুন করে জল বাড়ছে ঘাটালে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার ১২ টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। আবার নতুন করে বাড়ছে জলযন্ত্রণা।
advertisement
advertisement
দীর্ঘদিন জল যন্ত্রণার ফলে দিনআনা দিনখাওয়া মানুষগুলির সমস্যা আরও গুরতর হয়ে উঠছে। দরিদ্র মানুষজন পড়েছেন বড় সমস্যায়। ।দিও প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এলাকায় পানীয় জল ও দুপুরের আহার পৌঁছে দেওয়া হচ্ছে নিয়ম করেই। কিন্তু জলের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে সেদিকে তাকিয় রয়েছেন মানুষ। একইসঙ্গে কষ্ট ভোগ করতে হচ্ছে এলাকার গবাদি পশুদেরও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 8:16 PM IST