এত্ত বড় রাখি... কে পরবে? কাদের জন্য এই বিশাল আয়োজন?

Last Updated:
শুধু গলাতেই নয়, কিছু হাতির পায়েও বাঁধা হল এই ব্যতিক্রমী রাখি। প্রায় চারটি হাতিকে রাখি পরিয়ে জানানো হল তোমরা নিরাপদ, আমরা আছি।
1/5
রাখি পূর্ণিমার আনন্দ এবার ছড়াল জঙ্গলের অন্তঃস্থলে। জলপাইগুড়ির রামসাই বনাঞ্চলে বনদফতরের পালিত হাতিদের গলায় বাঁধা হল বিশাল আকারের রাখি। এই দৃশ্য যেন বনভূমির সবুজের মধ্যে উৎসবের লাল-সোনালি রঙের ঝলক। প্রকৃতি ও মানবের বন্ধন এক অনন্য ছবিতে ধরা পড়ল।
রাখি পূর্ণিমার আনন্দ এবার ছড়াল জঙ্গলের অন্তঃস্থলে। জলপাইগুড়ির রামসাই বনাঞ্চলে বনদফতরের পালিত হাতিদের গলায় বাঁধা হল বিশাল আকারের রাখি। এই দৃশ্য যেন বনভূমির সবুজের মধ্যে উৎসবের লাল-সোনালি রঙের ঝলক। প্রকৃতি ও মানবের বন্ধন এক অনন্য ছবিতে ধরা পড়ল। (ছবি ও তথ্য : সুরজিৎ দে)
advertisement
2/5
প্রতিটি রাখি স্বেচ্ছাসেবীদের হাতে তৈরি, বিশেষভাবে সাজানো হাতির গলার জন্য। কোনওটিতে রঙিন ফুল, কোনওটিতে উজ্জ্বল ফিতে সবই যেন ভালবাসার প্রতীক। রাখির নরম সুতো জড়িয়ে নিল বন্যপ্রাণীকে রক্ষার অঙ্গীকার। বড় বড় দাঁতও হাসিতে মাখা মনে হল এই মুহূর্তে।
প্রতিটি রাখি স্বেচ্ছাসেবীদের হাতে তৈরি, বিশেষভাবে সাজানো হাতির গলার জন্য। কোনওটিতে রঙিন ফুল, কোনওটিতে উজ্জ্বল ফিতে সবই যেন ভালবাসার প্রতীক। রাখির নরম সুতো জড়িয়ে নিল বন্যপ্রাণীকে রক্ষার অঙ্গীকার। বড় বড় দাঁতও হাসিতে মাখা মনে হল এই মুহূর্তে। (ছবি ও তথ্য : সুরজিৎ দে)
advertisement
3/5
শুধু গলাতেই নয়, কিছু হাতির পায়েও বাঁধা হল এই ব্যতিক্রমী রাখি। যেন এক অদৃশ্য প্রতিশ্রুতি—তাদের চলার পথে থাকবে মানুষের সুরক্ষার ছায়া। সেই মুহূর্তে হাতির শান্ত চোখ যেন অনেক কথা বলছিল। এই দৃশ্য বন্দি করলেন ক্যামেরা আর মন দুটোই।
শুধু গলাতেই নয়, কিছু হাতির পায়েও বাঁধা হল এই ব্যতিক্রমী রাখি। যেন এক অদৃশ্য প্রতিশ্রুতি, তাদের চলার পথে থাকবে মানুষের সুরক্ষার ছায়া। সেই মুহূর্তে হাতির শান্ত চোখ যেন অনেক কথা বলছিল। এই দৃশ্য বন্দি করলেন ক্যামেরা আর মন দুটোই। (ছবি ও তথ্য : সুরজিৎ দে)
advertisement
4/5
স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ প্রমাণ করল ভালবাসা প্রজাতি চেনে না, কেবল হৃদয় বোঝে। জঙ্গলের মাঝখানে, হাতির চামড়ায় রাখা রাখির ছোঁয়া যেন বন্ধুত্বের ভাষা হয়ে উঠল। দূরে দাঁড়িয়ে পর্যটকরাও এই মেলবন্ধনের সাক্ষী হলেন। প্রকৃতির বুক জুড়ে ছড়াল এক অদ্ভুত শান্তি।
স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ প্রমাণ করল ভালবাসা প্রজাতি চেনে না, কেবল হৃদয় বোঝে। জঙ্গলের মাঝখানে, হাতির চামড়ায় রাখা রাখির ছোঁয়া যেন বন্ধুত্বের ভাষা হয়ে উঠল। দূরে দাঁড়িয়ে পর্যটকরাও এই মেলবন্ধনের সাক্ষী হলেন। প্রকৃতির বুক জুড়ে ছড়াল এক অদ্ভুত শান্তি। (ছবি ও তথ্য : সুরজিৎ দে)
advertisement
5/5
প্রায় চারটি হাতিকে রাখি পরিয়ে জানানো হল তোমরা নিরাপদ, আমরা আছি। এই ছোট্ট অনুষ্ঠান যেন বড় বার্তা দিল বন্যপ্রাণী আমাদের বন্ধু, শত্রু নয়। রাখির দিনটা তাই জঙ্গলে কাটল খুশি, হাসি আর ভালবাসার সুরে। হয়তো হাতিরাও বুঝল এই সুতো শুধু উৎসব নয়, সুরক্ষার প্রতীক।
প্রায় চারটি হাতিকে রাখি পরিয়ে জানানো হল তোমরা নিরাপদ, আমরা আছি। এই ছোট্ট অনুষ্ঠান যেন বড় বার্তা দিল বন্যপ্রাণী আমাদের বন্ধু, শত্রু নয়। রাখির দিনটা তাই জঙ্গলে কাটল খুশি, হাসি আর ভালবাসার সুরে। হয়তো হাতিরাও বুঝল এই সুতো শুধু উৎসব নয়, সুরক্ষার প্রতীক। (ছবি ও তথ্য : সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement