স্বপ্ন ছিল মুনাফার, দামও বেড়েছে হু-হু করে! কিন্তু ঘাটালে কৃষকদের মুখ ফ্যাকাসে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
এ বছর পাটের দাম বেড়ে হয়েছে ৬-৭ হাজার টাকা প্রতি কুইন্টাল। ফলে বাড়তি লাভের আশা করেছিলেন কৃষকরা।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী : একাধিকবার বন্যার কারণে পাটের ক্ষতি। ক্ষতি হয়েছে আমন ধানেরও। দুশ্চিন্তায় কৃষকরা। ঘাটাল ব্লকের মনসুকা ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের, মনসুকা, দীর্ঘগ্রাম, কামারডাঙ্গা, বন হরিসিংপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের দাবি, বন্যায় ধানের চরম ক্ষতি হয়। তাই তারা পাট চাষ করে থাকেন। পাট চাষ করে লাভের মুখ দেখতে পান কৃষকরা।
কিন্তু এই বছর পাট চাষেও লাভের মুখ দেখা আশা নেই তাঁদের। বন্যায় চরম ক্ষতির সম্মুখীন কৃষকরা। তাদের দাবি, বন্যার কারণে বিঘের পর বিঘে জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। পুজোর মুখে পাট চাষের ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি। ফলে পুজোর আগে দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থেকে একদিকে যেমন রোজগার হারিয়েছেন, তেমনভাবেই কৃষিকাজেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা।
advertisement
advertisement
জিনিসপত্রের দ্রব্যমূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে বেড়েছে পাটের দাম। গত বছর ৩-৪ চার হাজার টাকা করে কুইন্টাল প্রতি দাম ছিল পাটের। কিন্তু এ বছর পাটের দাম বেড়ে হয়েছে ৬-৭ হাজার টাকা প্রতি কুইন্টাল। ফলে বাড়তি লাভের আশা করেছিলেন কৃষকরা। কিন্তু সেই স্বপ্ন বন্যার কারণে নষ্ট হতে বসেছে। পাটের দাম বাড়ালেও বন্যার কারণে বিঘের পর বিঘে জমি পাট চাষ করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
advertisement
আরও পড়ুন : শালপাতা, নারকেলের কাঠি, কদবেলের খোল… এমন মণ্ডপ দেখে চোখ কপালে উঠবে আপনার! জানেন কোথায় হচ্ছে?
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের পাট চাষিরা পুজোর মুখে আশঙ্কায় ভুগছেন। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পাট চাষিরা। যদিও ঘাটাল ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পাটচাষিরা তাঁদের কাছে আবেদন জানিয়েছেন পাট চাষে ক্ষতিপূরণের জন্য। বিষয়টি কৃষি দফতরের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বপ্ন ছিল মুনাফার, দামও বেড়েছে হু-হু করে! কিন্তু ঘাটালে কৃষকদের মুখ ফ্যাকাসে