Durga Puja 2025 : দুর্গা প্রতিমার কেশরাশি! আসলে সেটা কী জানেন? এই গ্রামে ঢুকলেই খুলবে সব রহস্যের জট

Last Updated:
হাওড়া'র পার্বতীপুর গ্রাম প্রতিমা'র চুল তৈরি'র জন্য বিখ্যাত, পুজোর কয়েক মাস আগে থেকে দারুণ ব্যস্ততা এখানে।
1/7
পার্বতীপুর, রাকেশ মাইতি: দুর্গাপুজো মানে দারুন কাজের বাজার। পুজোর কয়েক মাস আগে ভীষণ কাজের চাপ পরচুল তৈরিতে! গ্রামের অধিকাংশ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। ঘরে ঘরে পুরুষ মহিলা পরচুল তৈরি করে থাকেন। গ্রামের মানুষের হাতে তৈরি প্রতিমার চুল বা পড়চুল পৌঁছে যাচ্ছে সারাদেশে।
পার্বতীপুর, রাকেশ মাইতি: দুর্গাপুজো মানে দারুন কাজের বাজার। পুজোর কয়েক মাস আগে ভীষণ কাজের চাপ পরচুলা তৈরিতে! গ্রামের অধিকাংশ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। ঘরে ঘরে পুরুষ মহিলা পরচুলা তৈরি করে থাকেন। গ্রামের মানুষের হাতে তৈরি প্রতিমার চুল বা পরচুলা পৌঁছে যাচ্ছে সারাদেশে।
advertisement
2/7
এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে রাস্তা'র পার্শ্ববর্তীতে রোদে শুকান হচ্ছে কালো হলুদ লাল চুল। যদিও কাল রঙের চুলি সর্বাধিক সবসময় তৈরি হলেও লালা হলুদ চুল খুবই কম। পরিবারের পুরুষ-মহিলা ভোর থেকে লেগে পড়েন চুল তৈরির কাজে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে রাস্তা'র পার্শ্ববর্তীতে রোদে শুকান হচ্ছে কালো হলুদ লাল চুল। যদিও কাল রঙের চুলই সর্বাধিক চোখে পড়বে। পরিবারের পুরুষ-মহিলা ভোর থেকে লেগে পড়েন চুল তৈরির কাজে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/7
কমবেশি সারা বছর চুল তৈরি হলেও দুর্গাপুজোর আগে সব থেকে বেশি চাহিদা হয় পরচুল, জানান পর চুল তৈরিতে যুক্তি মানুষ । সারা বাংলার শিল্পালয় গুলিতে এখান থেকেই পর চুল পৌঁছে যায়। এছাড়াও দেশের বিভিন্ন শহরেও পর চুল পৌঁছে যাচ্ছে এখান থেকেই। ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
কমবেশি সারা বছর চুল তৈরি হলেও দুর্গাপুজোর আগে সব থেকে বেশি চাহিদা হয় পরচুলার, জানান পরচুলা তৈরিতে যুক্ত শিল্পীরা। সারা বাংলার শিল্পালয়গুলিতে এখান থেকেই পরচুলা পৌঁছে যায়। এছাড়াও দেশের বিভিন্ন শহরেও পরচুলা পৌঁছে যাচ্ছে এখান থেকেই। ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/7
হাওড়া'র বড়গাছিয়ার পার্বতীপুর গ্রাম প্রতিমার চুল তৈরির জন্য বিখ্যাত হাওড়ার পার্বতীপুর গ্রাম! এই গ্রামে প্রায় ৪০-৫০ টি পরিবার প্রতিমার চুল তৈরি পেশার সঙ্গে যুক্ত। হাওড়ার এই গ্রাম থেকে কলকাতার কুমোরটুলি সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে প্রতিমার চুল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
হাওড়া'র বড়গাছিয়ার পার্বতীপুর গ্রাম প্রতিমার চুল তৈরির জন্য বিখ্যাত। এই গ্রামে প্রায় ৪০-৫০ টি পরিবার প্রতিমার চুল তৈরির পেশার সঙ্গে যুক্ত। হাওড়ার এই গ্রাম থেকে কলকাতার কুমোরটুলি সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে প্রতিমার চুল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/7
বিরামহীন চুল তৈরির কাজ। ভোর থেকে শুরু হয় রঙ দিয়ে পাট ফোটান। নির্দিষ্ট সময়ের পর ফুটন্ত পাত্র থেকে বের করে রঙ হওয়া পাট বা পর চুল রোদে দেওয়া বা শুকানোর কাজ। এরপর কুটিং এবং কোকড়ানো চুলের জন্য পাটকাঠিতে পাক দেওয়া হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বিরামহীন চুল তৈরির কাজ। ভোর থেকে শুরু হয় রঙ দিয়ে পাট ফোটান। নির্দিষ্ট সময়ের পর ফুটন্ত পাত্র থেকে বের করে রঙ হওয়া পাট বা পরচুলা রোদে দেওয়া বা শুকানোর কাজ। এরপর কুটিং এবং কোকড়ানো চুলের জন্য পাটকাঠিতে পাক দেওয়া হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
6/7
প্রতিমা'র চুল তৈরি'র গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে হাওড়া বড়গাছিয়া পার্বতীপুর গ্রাম। চুল তৈরির প্রধান উপকরণ বা কাঁচা মাল হল পাট। পাট এবং পাট কাঠি আমদানি হয় পার্শ্ববর্তী জেলা হুগলি থেকে। পাট রঙ করে চুল তৈরি হয়। অন্যদিকে চুল কোঁকড়ানো করতে পাটকাঠিতে পাকিয়ে রাখতে পাটকাঠি ব্যবহার হয়। পুজোর আগে তুমি ব্যস্ততা চুল তৈরির কাজে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
প্রতিমা'র চুল তৈরি'র গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে হাওড়া বড়গাছিয়া পার্বতীপুর গ্রাম। চুল তৈরির প্রধান উপকরণ বা কাঁচা মাল হল পাট। পাট এবং পাট কাঠি আমদানি হয় পার্শ্ববর্তী জেলা হুগলি থেকে। পাট রঙ করে চুল তৈরি হয়। অন্যদিকে চুল কোঁকড়ানো করতে পাটকাঠিতে পাকিয়ে রাখতে পাটকাঠি ব্যবহার হয়। পুজোর আগে ব্যস্ততা চুল তৈরির কাজে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
7/7
চুল তৈরির স্থানীয় কারিগররা জানান, সারা বছর চুল তৈরি হয়। প্রায় সারা বছরই কমবেশি হাতে কাজ থাকে চুল তৈরি'র। দুর্গাপুজোর আগে থেকে কয়েকমাস বেশি চাহিদা হয় চুল। পুজোর বাজার ধরতে সারা বছর চুল তৈরি করে রাখে অনেকেই। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
চুল তৈরির স্থানীয় কারিগররা জানান, সারা বছর চুল তৈরি হয়। প্রায় সারা বছরই কমবেশি হাতে কাজ থাকে চুল তৈরি'র। দুর্গাপুজোর আগে থেকে কয়েকমাস বেশি চাহিদা হয় চুল। পুজোর বাজার ধরতে সারা বছর চুল তৈরি করে রাখে অনেকেই। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement