Durga Puja 2025 : শালপাতা, নারকেলের কাঠি, কদবেলের খোল… এমন মণ্ডপ দেখে চোখ কপালে উঠবে আপনার! জানেন কোথায় হচ্ছে?

Last Updated:

হোগলা পাতা, অর্জুন গাছের ফল, বীজ, বন্য মাশরুম, কদবেলের খোল, শাল পাতা, ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।

+
চলছে

চলছে মণ্ডপ তৈরির কাজ।

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : প্রকৃতিকে রক্ষার বার্তা ফুটে উঠতে চলেছে বালুরঘাটের জনপ্রিয় সৃজনী সংঘের এবারের পুজো মন্ডপে। ৬০ তম বর্ষে এ বছর ক্লাবের থিম ‘সবুজ বাঁচাও’। মন্ডপ জুড়ে থাকবে সবুজের সমারোহ। প্রতিনিয়ত শোনা যায় নির্বিচারে বৃক্ষচ্ছেদনের খবর। যার ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হিমবাহের গলন থেকে শুরু করে বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাই সবমিলিয়ে গোটা পৃথিবী আজ জেরবার। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব ভাবনাকে সামনে রেখে মণ্ডপ শিল্পী পার্থ ভৌমিক গড়ে তুলতে চলেছেন অভিনব মণ্ডপ।
সমান অবদান থাকবে মৃৎশিল্পী পাপাই পালেরও। প্রতিমার মধ্যেও থাকবে প্রকৃতির ছোঁয়া। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে সবুজ বাঁচানোর থিম এবার সৃজনী সংঘের। এ বিষয়ে ক্লাব সম্পাদক অরিন্দম চন্দ বলেন, “প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নির্বিচারে চলছে গাছ কাটা। পৃথিবীকে এই ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে হলে প্রয়োজন মানবিক চেতনা। তাই দুর্গাপুজোর আনন্দময় পরিবেশে সেই চেতনার উন্মেষ ঘটাতেই আমাদের এই প্রয়াস। মানুষ সচেতন লোক পৃথিবীকে বাঁচাতে হলে এখনই এমন উদ্যোগ নিতে হবে।”
advertisement
advertisement
উদ্যোক্তারা জানাচ্ছেন, শহরে সবুজ ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কংক্রিটের জঙ্গলে অনেকেই হাঁসফাঁস করেন। পুজোর কয়েকটা দিন এই মণ্ডপে এসে তাঁরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন বলে দাবি তাদের। হোগলা পাতা, অর্জুন গাছের ফল, বীজ, বন্য মাশরুম, কদবেলের খোল, শাল পাতা, সেগুন পাতা, নারকেলের কাঠি সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের অন্যতম প্রাচীন জনপ্রিয় এই পুজো। প্রতি বছরই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়। এবার ‘সবুজ বাঁচাও’ থিমে বাড়িয়ে তুলবে দর্শকদের আকর্ষণ, এমনটাই আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে বালুরঘাটের সৃজনী সংঘের এবছরের পুজো আধ্যাত্মিক, সংস্কৃতি ও প্রকৃতির মিশেলে এক অনন্য উপহার। পুজো শুধু উৎসব নয়, সমাজকে বার্তা দেওয়ার এক মঞ্চ। এ পুজোর আবহে মানুষ প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক। এমন ভাবনা সত্যিই প্রশংসনীয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : শালপাতা, নারকেলের কাঠি, কদবেলের খোল… এমন মণ্ডপ দেখে চোখ কপালে উঠবে আপনার! জানেন কোথায় হচ্ছে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement