Durga Puja 2025 : শালপাতা, নারকেলের কাঠি, কদবেলের খোল… এমন মণ্ডপ দেখে চোখ কপালে উঠবে আপনার! জানেন কোথায় হচ্ছে?

Last Updated:

হোগলা পাতা, অর্জুন গাছের ফল, বীজ, বন্য মাশরুম, কদবেলের খোল, শাল পাতা, ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।

+
চলছে

চলছে মণ্ডপ তৈরির কাজ।

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : প্রকৃতিকে রক্ষার বার্তা ফুটে উঠতে চলেছে বালুরঘাটের জনপ্রিয় সৃজনী সংঘের এবারের পুজো মন্ডপে। ৬০ তম বর্ষে এ বছর ক্লাবের থিম ‘সবুজ বাঁচাও’। মন্ডপ জুড়ে থাকবে সবুজের সমারোহ। প্রতিনিয়ত শোনা যায় নির্বিচারে বৃক্ষচ্ছেদনের খবর। যার ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হিমবাহের গলন থেকে শুরু করে বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাই সবমিলিয়ে গোটা পৃথিবী আজ জেরবার। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব ভাবনাকে সামনে রেখে মণ্ডপ শিল্পী পার্থ ভৌমিক গড়ে তুলতে চলেছেন অভিনব মণ্ডপ।
সমান অবদান থাকবে মৃৎশিল্পী পাপাই পালেরও। প্রতিমার মধ্যেও থাকবে প্রকৃতির ছোঁয়া। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে সবুজ বাঁচানোর থিম এবার সৃজনী সংঘের। এ বিষয়ে ক্লাব সম্পাদক অরিন্দম চন্দ বলেন, “প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নির্বিচারে চলছে গাছ কাটা। পৃথিবীকে এই ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে হলে প্রয়োজন মানবিক চেতনা। তাই দুর্গাপুজোর আনন্দময় পরিবেশে সেই চেতনার উন্মেষ ঘটাতেই আমাদের এই প্রয়াস। মানুষ সচেতন লোক পৃথিবীকে বাঁচাতে হলে এখনই এমন উদ্যোগ নিতে হবে।”
advertisement
advertisement
উদ্যোক্তারা জানাচ্ছেন, শহরে সবুজ ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কংক্রিটের জঙ্গলে অনেকেই হাঁসফাঁস করেন। পুজোর কয়েকটা দিন এই মণ্ডপে এসে তাঁরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন বলে দাবি তাদের। হোগলা পাতা, অর্জুন গাছের ফল, বীজ, বন্য মাশরুম, কদবেলের খোল, শাল পাতা, সেগুন পাতা, নারকেলের কাঠি সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের অন্যতম প্রাচীন জনপ্রিয় এই পুজো। প্রতি বছরই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়। এবার ‘সবুজ বাঁচাও’ থিমে বাড়িয়ে তুলবে দর্শকদের আকর্ষণ, এমনটাই আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে বালুরঘাটের সৃজনী সংঘের এবছরের পুজো আধ্যাত্মিক, সংস্কৃতি ও প্রকৃতির মিশেলে এক অনন্য উপহার। পুজো শুধু উৎসব নয়, সমাজকে বার্তা দেওয়ার এক মঞ্চ। এ পুজোর আবহে মানুষ প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক। এমন ভাবনা সত্যিই প্রশংসনীয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : শালপাতা, নারকেলের কাঠি, কদবেলের খোল… এমন মণ্ডপ দেখে চোখ কপালে উঠবে আপনার! জানেন কোথায় হচ্ছে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement