আচমকা বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দাউদাউ করে জ্বলছে আগুন... মুর্শিদাবাদে কেলেঙ্কারি

Last Updated:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দের সঙ্গে সিলিন্ডারটি বিস্ফারিত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বহরমপুর: মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ২ নম্বর কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে একটি বাড়িতে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দের সঙ্গে সিলিন্ডারটি বিস্ফারিত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়িটির যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। যদিও বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকার কারণে হতাহতের কোনও খবর নেই হয়নি বলে জানা গিয়েছে।
advertisement
বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকান ও গুদামে শনিবার ভোরে আগুন লাগে। চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। মোট ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে অংশ নেয়। দাহ্য বৈদ্যুতিক সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকান ও এলাকায়। পুরোনো এলাকার সংকীর্ণ রাস্তা এবং উপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের কারণে ল্যাডার ব্যবহার করাও সম্ভব হয়নি, ফলে দমকল কর্মীদের বেগ পেতে হয়। প্রাথমিক অনুমান, আগুন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই শুরু হয়েছে। তবে দমকল জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষা শেষেই আগুনের উৎস নিশ্চিতভাবে জানা যাবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দাউদাউ করে জ্বলছে আগুন... মুর্শিদাবাদে কেলেঙ্কারি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement