Bengaluru News: মাকে হারাল সারি-সারি গাছ, প্রয়াত 'গাছেদের মা' সালুমারাদা থিম্মাক্কা! যা করেছেন জীবনে, সারা বিশ্ব দেখেছে মুগ্ধ হয়ে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengaluru News: বিংশ শতাব্দীর গোড়ার দিকে কর্ণাটকের তুমাকুরু জেলার হুলিকাল গ্রামে জন্মগ্রহণ করেন থিম্মাক্কা।
বেঙ্গালুরু: ছোট থেকে বড় করেছিলেন ৩৮৫টি গাছ। গাছেদের সেই মা সালুমারাদা থিম্মাক্কা প্রয়াত হয়েছেন। দেশের প্রিয় “বৃক্ষ-মাতা” সালুমারাদা থিম্মাক্কাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছো গোটা দেশ। তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কয়েক দশকের যত্ন এবং প্রতিশ্রুতির মাধ্যমে লালিত সবুজ আশার একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গিয়েছেন তিনি।
advertisement
বিংশ শতাব্দীর গোড়ার দিকে কর্ণাটকের তুমাকুরু জেলার হুলিকাল গ্রামে জন্মগ্রহণ করেন থিম্মাক্কা। তাঁর স্বামী চিক্কাইয়াহের সঙ্গে রাস্তার এক নির্জন অংশে গাছ লাগানো শুরু করেন তিনি। বছরের পর বছর ধরে একে লালন করে এলাকাটিকে তাঁরা একটি সবুজ করিডোরে পরিণত করেন। একসঙ্গে তাঁরা ৩৮৫টি বটগাছ লালন-পালন করেছিলেন।
advertisement
advertisement
তাঁর এই উদ্যোগ তাঁকে ব্যাপক প্রশংসা এবং স্নেহপূর্ণ উপাধি “সালুমারাদা”এনে দেয়। এর অর্থ কন্নড় ভাষায় “গাছের সারি”। তাঁর নিষ্ঠা পুনর্বনায়নের চেয়েও অনেক বেশি ছিল। থিম্মাক্কা তৃণমূল পর্যায়ের পরিবেশবাদের প্রতীক হয়ে ওঠেন। এটি ভারত জুড়ে সচেতনতামূলক প্রচার, ছাত্র অভিযান এবং সম্প্রদায়ের নেতৃত্বে বৃক্ষরোপণ আন্দোলনকে অনুপ্রাণিত করে। তিনি দেখিয়েছিলেন যে পৃথিবীর প্রতি ভালোবাসা সম্পদ, নীতি বা সুযোগ-সুবিধা দিয়ে শুরু হয় না। বরং অধ্যবসায় এবং নৈতিক কর্তব্যবোধ দিয়ে শুরু হয়।
advertisement
বছরের পর বছর ধরে, তিনি অসংখ্য রাজ্য এবং জাতীয় স্বীকৃতি পেয়েছেন। কিন্তু সরলতার মধ্যেই নিজেকে আবধ্য করে রেখেছিলেন তিনি। সম্মাননা আসার পরেও, থিম্মাক্কা প্রকৃতি সংরক্ষণের পক্ষে কথা বলতে থাকেন। প্রায়শই তিনি তরুণদের মনে করিয়ে দিতেন যে প্রতিটি গাছ ভবিষ্যত প্রজন্মের জন্য আশীর্বাদ। ২০১৯ সালে থিম্মাক্কা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে পদ্মশ্রী পান। এখন সেই মুহূর্তটি পরবর্তী সময়ের জন্য অমর হয়ে উঠেছে। তাঁর উষ্ণতা এবং পরিবেশের প্রতি তার নিঃস্বার্থ অবদানের জন্য ভারতের সম্মানের প্রতীক হয়ে ওঠে।
advertisement
সালুমারাদা থিম্মাক্কার মৃত্যু একটি যুগের সমাপ্তি। কিন্তু তাঁর বার্তা প্রতিটি চারা এবং ছায়াযুক্ত রাস্তায় বেঁচে আছে। এটি তাঁর প্রতি জীবন্ত শ্রদ্ধাঞ্জলি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 11:36 AM IST

