Prashant Kishor: বিহারে ভরাডুবি, রাজনীতিই ছেড়ে দিচ্ছেন প্রশান্ত কিশোর? জন সুরজ নেতার বড় দাবি! কোন চ্যালেঞ্জে হেরে এই পরিস্থিতি!

Last Updated:
Prashant Kishor: এবারের নির্বাচনে ২৩৮টি আসনে প্রার্থী দিয়েছিল জন সূরজ পার্টি, কিন্তু কোনও আসনেই জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল।
1/6
নিজে ভোট কুশলী। একাধিক বার বিভিন্ন রাজনৈতিক দলের জয়ে ভূমিকা রেখেছিলেন প্রশান্ত কিশোর। শেষ পর্যন্ত রাজনীতিতে এসে দল গড়ে বিহারের ভোটেও লড়েছিলেন, তবে বিহারের নির্বাচনে গেড়ুয়া ঝড়ে শুধু মহাগঠবন্ধন নয়, খড়কুটোর মতো উড়ে গেল পিকে-র জন সুরজও।
নিজে ভোট কুশলী। একাধিক বার বিভিন্ন রাজনৈতিক দলের জয়ে ভূমিকা রেখেছিলেন প্রশান্ত কিশোর। শেষ পর্যন্ত রাজনীতিতে এসে দল গড়ে বিহারের ভোটেও লড়েছিলেন, তবে বিহারের নির্বাচনে গেড়ুয়া ঝড়ে শুধু মহাগঠবন্ধন নয়, খড়কুটোর মতো উড়ে গেল পিকে-র জন সুরজও।
advertisement
2/6
এবারের নির্বাচনে ২৩৮টি আসনে প্রার্থী দিয়েছিল জন সূরজ পার্টি, কিন্তু কোনও আসনেই জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল। বরং বেশির ভাগ আসনেই জামানত জব্দ হয়েছে প্রশান্ত কিশোরের দলের।
এবারের নির্বাচনে ২৩৮টি আসনে প্রার্থী দিয়েছিল জন সূরজ পার্টি, কিন্তু কোনও আসনেই জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল। বরং বেশির ভাগ আসনেই জামানত জব্দ হয়েছে প্রশান্ত কিশোরের দলের।
advertisement
3/6
তবে, বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিক সংবাদমাধ্যমে প্রশান্ত কিশোর একাধিক দাবি করেছিলেন, নীতীশ কুমারের জেডিইউ নাকি ২৫টি আসনের গণ্ডি ছাড়াতে পারবে না। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, নীতীশের দল যদি ২৫-এর বেশি আসন পায়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তবে, বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিক সংবাদমাধ্যমে প্রশান্ত কিশোর একাধিক দাবি করেছিলেন, নীতীশ কুমারের জেডিইউ নাকি ২৫টি আসনের গণ্ডি ছাড়াতে পারবে না। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, নীতীশের দল যদি ২৫-এর বেশি আসন পায়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
advertisement
4/6
এছাড়া নিজের দল নিয়ে প্রশান্ত কিশোরের বক্তব্য ছিল, হয় জন সুরজ পার্টি ১০-এর নীচে আসন পাবে, নয় ১৫০-র ওপরে। শেষ পর্যন্ত পিকের দল পেয়েছে '০'। আর নীতীশ কুমারের দল পেয়েছে ৮৫টি আসন। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর কি রাজনৈতিক জীবনে ইতি টানতে চলেছেন?
এছাড়া নিজের দল নিয়ে প্রশান্ত কিশোরের বক্তব্য ছিল, হয় জন সুরজ পার্টি ১০-এর নীচে আসন পাবে, নয় ১৫০-র ওপরে। শেষ পর্যন্ত পিকের দল পেয়েছে '০'। আর নীতীশ কুমারের দল পেয়েছে ৮৫টি আসন। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর কি রাজনৈতিক জীবনে ইতি টানতে চলেছেন?
advertisement
5/6
জন সুরজ পার্টির সভাপতি উদয় সিং অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, 'প্রশান্ত কিশোর রাজনীতি ছাড়ছেন না। তিনি বিহারের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আমরা জেডিউ-র দয়ায় রাজনীতিতে প্রবেশ করিনি এবং তাদের কথায় রাজনীতি ছাড়ব না। বিহারে পরিবর্তন আসলেই আমরা রাজনীতি ছাড়ার কথা ভাবতে পারি।' জন সুরজের ওই নেতার কথায়, 'এনডিএ-র এই বিপুল জয় আদতে সরকারি প্রকল্পে নগদ বিতরণের কারণে হয়েছে। তবে বিহারের অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে। আমি ভেবে পাচ্ছি না বিহার কবে এবং কীভাবে এই ঋণের বোঝা থেকে সরে আসতে পারবে। তবে এই হারে আমরা আশাহত হইনি। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি। আমরা জানি কী করতে হবে।'
জন সুরজ পার্টির সভাপতি উদয় সিং অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, 'প্রশান্ত কিশোর রাজনীতি ছাড়ছেন না। তিনি বিহারের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আমরা জেডিউ-র দয়ায় রাজনীতিতে প্রবেশ করিনি এবং তাদের কথায় রাজনীতি ছাড়ব না। বিহারে পরিবর্তন আসলেই আমরা রাজনীতি ছাড়ার কথা ভাবতে পারি।' জন সুরজের ওই নেতার কথায়, 'এনডিএ-র এই বিপুল জয় আদতে সরকারি প্রকল্পে নগদ বিতরণের কারণে হয়েছে। তবে বিহারের অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে। আমি ভেবে পাচ্ছি না বিহার কবে এবং কীভাবে এই ঋণের বোঝা থেকে সরে আসতে পারবে। তবে এই হারে আমরা আশাহত হইনি। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি। আমরা জানি কী করতে হবে।'
advertisement
6/6
অন্যদিকে, জন সুরজ পার্টির জাতীয় মুখপাত্র পবন বর্মা বলেছেন, 'এই নির্বাচনের 'এক্স' ফ্যাক্টর ছিলেন নীতিশ কুমার। মানুষ ধরেই নিয়েছিল নীতিশ কুমারের যুগ শেষ হয়ে গিয়েছে। নীতিশ কুমার গত ২০ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। লালুর জঙ্গলরাজের পর নীতিশজির সবচেয়ে বড় অবদান ছিল রাজ্যের আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করা। তাঁর নিজস্ব ব্যক্তিত্ব আছে। কোনও বংশগত রাজনীতি নেই, ব্যক্তিগত সততা আছে, তাঁকে 'সুশাসন বাবু' বলা হত, এবং তিনি এই দেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে পালিশ করা নেতা। তাঁর ব্যক্তিত্ব এমন ছিল যে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারতেন। বিহারের মহিলারা তাঁর উপর আস্থা রাখেন।'
অন্যদিকে, জন সুরজ পার্টির জাতীয় মুখপাত্র পবন বর্মা বলেছেন, 'এই নির্বাচনের 'এক্স' ফ্যাক্টর ছিলেন নীতিশ কুমার। মানুষ ধরেই নিয়েছিল নীতিশ কুমারের যুগ শেষ হয়ে গিয়েছে। নীতিশ কুমার গত ২০ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। লালুর জঙ্গলরাজের পর নীতিশজির সবচেয়ে বড় অবদান ছিল রাজ্যের আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করা। তাঁর নিজস্ব ব্যক্তিত্ব আছে। কোনও বংশগত রাজনীতি নেই, ব্যক্তিগত সততা আছে, তাঁকে 'সুশাসন বাবু' বলা হত, এবং তিনি এই দেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে পালিশ করা নেতা। তাঁর ব্যক্তিত্ব এমন ছিল যে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারতেন। বিহারের মহিলারা তাঁর উপর আস্থা রাখেন।'
advertisement
advertisement
advertisement