Garlic Cultivation: রসুন যেন সোনা! রাত জেগে জমি পাহারায় কৃষকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
সারা দেশে বর্তমানে রসুনের দাম আকাশ ছোঁয়া। এখন একটু দাম কমলেও মাঝে তা ৬০০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। তবে এখন দাম একটু নিয়ন্ত্রণে এলেও যা আছে সেটাও অন্যান্য বারের থেকে অনেকটাই বেশি
মুর্শিদাবাদ: হঠাৎ করেই এই বছর রসুনের দাম অনেকটা বেড়ে গিয়েছে। আর তাতে ভাল লাভের মুখ দেখছেন কৃষকরা। কিন্তু সেইসঙ্গে বেড়েছে জমি থেকে রসুন চুরি হয়ে যাওয়ার আশঙ্কা। তাই রাত জেগে চাষের জমি পাহারা দিচ্ছেন কৃষকরা।
আরও পড়ুন: টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা
সারা দেশে বর্তমানে রসুনের দাম আকাশ ছোঁয়া। এখন একটু দাম কমলেও মাঝে তা ৬০০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। তবে এখন দাম একটু নিয়ন্ত্রণে এলেও যা আছে সেটাও অন্যান্য বারের থেকে অনেকটাই বেশি। ফলে রসুন কিনতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে এই চড়া দরে হাসি ফুটেছে কৃষকদের মুখে। যারা রসুন চাষ করেছিলেন তাঁরা অনেকেই লাভের মুখ দেখছেন। কিন্তু এখানেও চোরের ভয়ে মাথায় হাত কৃষকদের। রাতের অন্ধকারে চাষের জমি থেকে লুকিয়ে লুকিয়ে হাফিস হয়ে যাচ্ছে রসুন। ফলে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আর তাই এবার রানিনগরের কোমনগরে রাত জেগে রসুন পাহারা শুরু হয়েছে। রসুনের জমির ধারে ত্রিপল দিয়ে অস্থায়ী তাঁবু খাটিয়ে টর্চ হাতে রসুন পাহাড়া দিচ্ছে চাষিরা। গত কয়েক সপ্তাহ আগে জেলার বিভিন্ন জায়গায় জমি থেকে রসুন চুরি হয়ে যায়। তারপরই রসুন বাঁচাতে এমন পদক্ষেপ। এই প্রসঙ্গে এক রসুন চাষি বলেন, এই বছর সাত থেকে সাড়ে সাত হাজার টাকা করে রসুনের দাম পাওয়া যাচ্ছে। আমি ৫ দিন ধরে রাত জেগে রসুন পাহাড়া দিচ্ছি। অনেক টাকা ধারদেনা করে রসুন চাষ করেছি। চুরি হলে অনেক বড় ক্ষতির মুখে পড়ব। রসুন চোরের উপদ্রব খুব বেড়েছে। সেই কারনেই তাঁবু খাটিয়ে রাত জেগে রসুন পাহাড়া দিচ্ছি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 1:35 PM IST