North 24 Parganas News: হালিশহর জুট মিলের আবর্জনায় পরিপূর্ণ গঙ্গা! চর্মরোগে ভুগছে স্থানীয়রা

Last Updated:

পরিবেশ দূষণের মধ্যে গঙ্গা দূষণ এক অন্যতম কারণ। এই গঙ্গাকেই রীতিমতো দিনের পর দিন দূষিত করে চলেছে হালিশহর হুকুমচাঁদ জুট মিল।

+
হালিশহর title=হালিশহর জুট মিলের রাবিশে ময়লা আবর্জনায় পরিপূর্ণ গঙ্গা,
/>

হালিশহর জুট মিলের রাবিশে ময়লা আবর্জনায় পরিপূর্ণ গঙ্গা,

শুভজিৎ সরকার, হালিশহর: পরিবেশ দূষণের মধ্যে গঙ্গা দূষণ এক অন্যতম কারণ। এই গঙ্গাকেই রীতিমতো দিনের পর দিন দূষিত করে চলেছে হালিশহর হুকুমচাঁদ জুট মিল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত হালিশহর গঙ্গা তীরবর্তী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গঙ্গা তীরবর্তী এলাকায় হালিশহর হুকুম চাঁদ জুট মিলের আবর্জনায় দূষিত হচ্ছে গঙ্গার জল। আর তাতেই বিপাকে পড়েছেন সাধারণ জনবাসী। আর এই কারণেই হয়ে চলেছে মাটি দূষণ, সেই মাটি দূষণের কারণে গঙ্গার জল ব্যবহারকারী স্থানীয়দের ভুগতে হচ্ছে চর্ম রোগে।
এদিকে হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, হুকুম চাঁদ জুটমিল কর্তৃপক্ষকে এ বিষয়ে নোটিশ দেওয়া হবে এছাড়াও ল্যান্ড ডিমারকেশনের চিঠি পাঠানো হচ্ছে পৌরসভার তরফে।
advertisement
advertisement
এমনকি হালিশহর পুরসভা থেকে মিল কর্তৃপক্ষের কাছে গঙ্গা দূষণের বিষয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে, মিল কর্তৃপক্ষের বক্তব্য তারা নিজেদের জায়গাতেই ময়লা ফেলছেন, পাশাপাশি গঙ্গায় আবর্জনা যদি কোনরকম ফেলা হয়ে থাকে তা তারা পুড়িয়ে দেবেন বলেছেন। এখন প্রশ্ন এটাই, নিজেদের জায়গা হলেও কি গঙ্গা দূষণ সম্ভব? যেন তেন প্রকারেণ নিজের জায়গা হলেও কি পরিবেশ দূষণ করা আমাদের উচিত? এই ভিড় করা প্রশ্নের আদতেও সমাধান কি করবে হালিশহর পৌরসভা? এখন দেখার এটাই স্থানীয় মানুষের দুর্ভোগ কবে কমে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হালিশহর জুট মিলের আবর্জনায় পরিপূর্ণ গঙ্গা! চর্মরোগে ভুগছে স্থানীয়রা
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement