Nadia News: ছোট মূর্তি অমিল! হালখাতায় দাম বাড়ছে সিদ্ধিদাত ও লক্ষ্মীর
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
ছোট মূর্তি অমিল! হালখাতায় দাম বাড়ছে সিদ্ধিদাত ও লক্ষ্মীর
নদিয়া: ছোট ছোট সিদ্ধিদাতার আগমন কম! সামান্য হলেও পয়লা বৈশাখে ছোট ঠাকুরের দাম বাড়তে পারে কিছুটা। রাত পোহালেই পয়লা বৈশাখ মানে নতুন বছর হালখাতা এবং অবশ্যই গনেশ পুজো। তবে দেশ কিংবা রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে ব্যবসার যা অবস্থা তাতে ছোট ছোট গণেশ ঠাকুরের চাহিদাই বেশি। কিন্তু এবার ছোট সিদ্ধিদাতার আগমন হয়েছে অনেক কম! অর্থাৎ সরস্বতী, গোপাল, বাসন্তী, অন্নপূর্ণা, এবং অবশ্যই ক্রমবর্ধমান রামনবমী পুজো উপলক্ষে বড় ঠাকুরের অর্ডার সামলেছেন মৃৎশিল্পীরা।
আবার দুর্গাপুজো বেশ খানিকটা এগিয়ে তার আগে রয়েছে বিশ্বকর্মা তাই কাজের চাপ প্রচন্ড। এক্ষেত্রে ছোট ঠাকুর বানাতে লেগে যায় বেশ কিছুটা সময় এবং ধৈর্য্য। তাই বড় প্রতিমা যারা বানান তারা এবার রণে ভঙ্গ দিয়েছেন, ফলে ছোট ছোট সিদ্ধিদাতাদের তৈরিতে পড়েছে ভাটা। তবে যারা ছোট ঠাকুর বানান তারা অবশ্য এই যোগান দিতে সমর্থ। তবে হয়ত দাম সামান্য কিছুটা বাড়তে পারে, যোগানের অভাবে।
advertisement
advertisement
শান্তিপুর চৌগাছা পাড়ার মৃৎ শিল্পীরা জানাচ্ছেন, তাদের কাছ থেকে ঠাকুর নিয়ে যারা ঘুরে কিংবা বসে বিক্রি করেন তাদের জোগান দিতে পারছেন না কারণ প্রস্তুত নেই যেখানে ৫০০ থেকে ৭০০ ঠাকুর রেডি থাকত, সেখানে তারা করতে পেরেছেন মাত্র এক দেড়শ। যদিও ছোট ছোট মৃৎশিল্পীরা এবার তাদের সমস্ত ঠাকুর বিক্রি করতে পারবেন এমনটাই আশা করা হচ্ছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 4:04 PM IST
