Ganesh Chaturthi 2024: আসছে গণেশ চতুর্থী! কারখানায় তৈরি হচ্ছে হরেক রকমের লাড্ডু, কোথায় পাওয়া যাচ্ছে জানুন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Ganesh Chaturthi 2024: কয়েকদিন পরই গণেশ পুজো। আর এই গণেশ চতুর্থীর দিনে যদি লাড্ডুর সুবাস না ছড়ালে আর সিদ্ধিদাতার বন্দনা কীসের? বাঙালির পুজো থেকে পেটপুজো, বরাবরই সবেতে মিষ্টির কদর আছে।
দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন পরই গণেশ পুজো। আর এই গণেশ চতুর্থীর দিনে যদি লাড্ডুর সুবাস না ছড়ালে আর সিদ্ধিদাতার বন্দনা কীসের? বাঙালির পুজো থেকে পেটপুজো, বরাবরই সবেতে মিষ্টির কদর আছে।
তাই গণেশ চতুর্থীর প্রধান প্রসাদ হিসেবে বরাবরই লাড্ডুর কথা উঠে আসে। আর সেই লাড্ডু এখন আর সেভাবে বাড়িতে বানাতে দেখা যায় না। কারণ আগেকার দিনে সমস্ত এই ধরনের পুজোগুলিতে বাড়ির ঠাকুমা কাকিমারা নিজের হাতেই এই ধরনের বিভিন্ন মিষ্টি বানিয়ে দেবতাকে নিবেদন করতেন।
আরও পড়ুন: পুজো দিতে গিয়েই সর্বনাশ! মন্দিরের ভিতর বিষধর, এক ছোবলে সব শেষ, মর্মান্তিক পরিণতি বৃদ্ধার
advertisement
advertisement
কিন্তু এখন সময়ের অভাবে দোকানেই ভরসা। আর তাই গণেশ চতুর্থীর আগে জোর কদমে চলছে লাড্ডু তৈরির প্রস্তুতি। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকায় একের পর এক লাড্ডু কারখানা কারিগরদের নাভিশ্বাস উঠছে এই লাড্ডু বানাতে গিয়ে। একের পর এক অর্ডার, আর সেগুলি তৈরি করেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে পাইকারি চলে যাচ্ছে। সারা বছর ধরে লাড্ডু তৈরি হলেও গণেশ চতুর্থীতে তাঁদের ব্যস্ততা তুঙ্গে। লাড্ডুর সেরা কারিগরদের অন্যতম এই এলাকা। নববর্ষ, দীপাবলি আর গণেশ চতুর্থীতে লাড্ডুর সুবাসে ম’ ম’ করে এই এলাকা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 9:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganesh Chaturthi 2024: আসছে গণেশ চতুর্থী! কারখানায় তৈরি হচ্ছে হরেক রকমের লাড্ডু, কোথায় পাওয়া যাচ্ছে জানুন