Gajon Festival: এক মাস সন্ন্যাস ব্রতপালনের শেষে শিবের গাজন গেয়ে হয় চড়ক পুজোর সমাপন

Last Updated:

Gajon Festival: চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো

+
চরক 

চরক 

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়কপুজো। সংক্রান্তির দিন থেকে শুরু হলেও এই উৎসব বৈশাখ মাসের প্রথম দু তিন দিন ধরে চলে। এই সময় বিভিন্ন জায়গায় চড়কের মেলা বসে। চড়কের মেলা বহু প্রাচীন উৎসব বাংলার। এই চড়ক পূজা উপলক্ষে এই কটা দিন বিভিন্ন পূজারীরা উত্তরীয় নিয়ে সন্ন্যাস ধর্মের দীক্ষিত হয়ে সন্ন্যাস ব্রত পালন করেন এবং নিরামিষ খাবার খান। তার মধ্যে চড়ক পুজোর সারাদিন উপবাস থাকার পর এই উৎসবে শরীরে আঘাত দিয়ে ভগবানকে তুষ্ট করার প্রথা রয়েছে এবং দৈহিক যন্ত্রণা সহ্য করে ভগবানের প্রতি ভক্তি নিদর্শন চড়ক পুজোর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।
আরও পড়ুন : পালিত প্রাচীন রীতি, মশালের আলোয় চতুর্দোলায় রাতভর গ্রাম পরিক্রমা দেবী বিগ্রহের
চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে, জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় সেখানে। এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত। এই প্রচলিত লোক সংস্কৃতির বিশেষ কিছু রীতি রয়েছে। যা শুনে অনেকের গায়ে কাঁটা দিতে পারে।যদিও বর্তমানে এই সব ঝুঁকিপূর্ণ নিয়ম অনেকটাই কমে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gajon Festival: এক মাস সন্ন্যাস ব্রতপালনের শেষে শিবের গাজন গেয়ে হয় চড়ক পুজোর সমাপন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement