Murshidabad News: পালিত প্রাচীন রীতি, মশালের আলোয় চতুর্দোলায় রাতভর গ্রাম পরিক্রমা দেবী বিগ্রহের

Last Updated:

Murshidabad News:পালযুগে বিগ্রহপালের মৃত্যুর পর কৈবর্ত শাসনের সময়ে সাময়িকভাবে বঙ্গের বর্মণবংশের অধিকারে ছিল এই জজান অঞ্চল

+
জজান

জজান গ্রামে পালকিতে করে ঘুরানো হচ্ছে মা সর্বমঙ্গলা কালীকে

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ভরতপুর ব্লকের অন্তর্গত জজান গ্রাম। জজান গ্রামের মা সর্বমঙ্গলা কালীর পুজো বহু প্রাচীন। চৈত্রের শেষ দিনে পালকিতে তাঁর বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করা হল মশাল জ্বেলে। জানা যায়, জজান মুর্শিদাবাদের একটি অতি প্রাচীন গ্রাম। প্রাচীন নাম জয়যান। হয়তো গৌড়ের অধিপতি জয়নাগের নামাঙ্কিত ছিল এই জনপদ। পালযুগে উত্তরে ময়ূরাক্ষী, দক্ষিণে অজয়, পূর্বে ভাগীরথী ও পশ্চিমে দ্বারকা। এই চারটি নদীবেষ্টিত গৌড়সংলগ্ন উত্তর রাঢ়ের করগ্রহণের প্রধান কেন্দ্র ছিল জজান। পালযুগে বিগ্রহপালের মৃত্যুর পর কৈবর্ত শাসনের সময়ে সাময়িকভাবে বঙ্গের বর্মণবংশের অধিকারে ছিল এই জজান অঞ্চল।
আরও পড়ুন : ১৩ বছর বয়সে প্রথম প্রসব! মোট ৪৪ জন সন্তানের জন্ম দিয়েছেন এই যুবতী সুপারমম
জজান গ্রামে আছে মা সর্বমঙ্গলার মন্দির। বর্তমান মন্দিরটি সম্ভবত অষ্টাদশ শতকে নির্মিত। তবে মাতৃপীঠের ইতিহাস অনেক প্রাচীন। মন্দির থেকে প্রাপ্ত একটি শিলালিপি থেকে জানা যায় ৭৭৮ খ্রিস্টাব্দে জজানের পাশের গ্রাম বৈদ্যপুর অধিবাসী রামেশ্বর দত্ত নামে জনৈক বণিক বৈদ্যপুরের পাশে দেবীপুরে দেবী সর্বমঙ্গলার মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে অবশ্য সর্বমঙ্গলা পূজিত হন একটি মাতৃশিলায়। চৈত্রমাসের শেষে বিভিন্ন জায়গায় শিবের গাজন অনুষ্ঠিত হলেও এই গ্রামে মাকালীর বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত ভক্তদের কাঁধে চেপে পালকিতে  গ্রাম পরিক্রমা করা হয়। আগে গ্রামে রাস্তায় পথবাতি ছিল না, ফলে মশাল জ্বেলেই গ্রাম পরিক্রমা করা হত। আজ পথবাতি হলেও সেই মশাল জ্বেলে মা সর্বমঙ্গলার বিগ্রহ গ্রামে পরিক্রমা করানো হয়। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পালিত প্রাচীন রীতি, মশালের আলোয় চতুর্দোলায় রাতভর গ্রাম পরিক্রমা দেবী বিগ্রহের
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement