Viral Uganda Super Mom: ১৩ বছর বয়সে প্রথম প্রসব! মোট ৪৪ জন সন্তানের জন্ম দিয়েছেন এই যুবতী সুপারমম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Uganda Super Mom:তাঁর ৩৮ জন সন্তানকে এখন একাই বড় করছেন মরিয়ম৷ সিঙ্গল মাদার হয়ে আগলে রেখেছেন ২০ জন পুত্রসন্তান এবং ১৮ জন কন্যাসন্তানকে৷
মরিয়ম নাবাতানজি নামে উগান্ডাবাসী এক আফ্রিকান মহিলা মাত্র ১৩ বছর বয়সে তাঁর প্রথম যমজ সন্তানের মা হন। ৩৬ বছর বয়সের মধ্যে মরিয়ম আরও ৪২ জন সন্তানের জন্ম দিয়ে ফেলেন৷ এর পর তাঁর যখন ৪০ বছর বয়স, তখন তাঁর পাশে ৪৪ জন সন্তান। সকলের দায়িত্ব তাঁর উপর ছেড়ে চলে গিয়েছেন স্বামী৷ বিশাল পরিবারের দায়িত্ব এখন মরিয়মের উপরই৷
তাঁর স্বামী বিশাল পরিবার থেকে চলে যাওয়ার পর তাঁকে একাই তাঁদের লালন-পালন করতে হয়। ‘উগান্ডার মা’ নামে পরিচিত মরিয়ম বিশ্বের প্রথম সারির প্রসবদায়িনী মহিলাদের মধ্যে অন্যতম৷ এখনও পর্যন্ত তিনি চার জোড়া যমজ, পাঁচ জোড়া ট্রিপলেট (একসঙ্গে ৩ সন্তান) এবং পাঁচ জোড়া কোয়াড্রুপ্লেটস সন্তান (একসঙ্গে ৪ সন্তানের জন্ম) প্রসব করেছেন এবং মাত্র একবারই তিনি সিঙ্গল সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর সন্তানের মধ্যে ছ’জন মারা গিয়েছেন৷ অভিযোগ, সন্তান-সহ স্ত্রীর এই বিশাল পরিবারকে ছেড়ে মরিয়মের স্বামী সব পারিবারিক সঞ্চয় নিয়ে পালিয়ে গিয়েছেন৷ তাঁর ৩৮ জন সন্তানকে এখন একাই বড় করছেন মরিয়ম৷ সিঙ্গল মাদার হয়ে আগলে রেখেছেন ২০ জন পুত্রসন্তান এবং ১৮ জন কন্যাসন্তানকে৷
advertisement
সংবাদমাধ্যমকে মরিয়ম জানিয়েছেন অভাবের তাড়নায় তাঁর বাবা-মা ১২ বছর বয়সে তাঁকে বিক্রি করে দেন৷ এর পর এক বছরের মধ্যেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ প্রসঙ্গত উল্লেখ্য, উগান্ডার মহিলাদের সার্বিকভাবে ফার্টিলিটি রেট অত্যন্ত বেশি৷ বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী সেখানে মহিলাপিছু সন্তান প্রসবের গড় হার ৫.৬৷ বাকি বিশ্বে এই হার ২.৪৷ মরিয়ম যখন ডাক্তারদের কাছে যান, তখন চিকিৎসা বিশেষজ্ঞরা তাঁকে জানান যে তাঁর ডিম্বাশয়ের আকার অস্বাভাবিকভাবে বড়৷ যার ফলে হাইপারওভ্যুলেশন নামে একটি অবস্থা দেখা দেয়। তাঁকে আরও বলা হয়েছিল যে তাঁর ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রক ওষুধ কাজ করবে না এবং ওই ওষুধ সম্ভবত তাঁর গুরুতর শারীরিক পরিস্থিতির কারণ হয়েও দেখা দিতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই পয়লা বৈশাখ! নতুন বছরের প্রথম দিন আতপ চাল আর পানসুপুরি দিয়ে করুন ছোট্ট কাজ! নতুন বছরে টাকার বৃষ্টিতে কাটবে অভাবের খরা
বিশেষজ্ঞদের মতে, মরিয়মের চরম উর্বরতার কারণ বংশগত। তাঁর ক্ষেত্রে হাইপারওভ্যুলেশনের একটি জিনগত প্রবণতা রয়েছে৷ ফলে এক চক্রে একাধিক ডিম্বাণু নির্গত হয়৷ যা একাধিক সন্তানের জন্মের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। ডাক্তাররা তাঁকে আরও বলেছিলেন যে ডিম্বাশয়ে প্রজনন ক্ষমতা কমাতে তাঁকে বার বার সন্তানের জন্ম দিতে হবে। এমতাবস্থায় অস্ত্রোপচার করে ডাক্তাররা তাঁর জরায়ু কেটে ফেলতে বাধ্য হন, যাতে তিনি আরও সন্তানের জন্মদান বন্ধ করতে পারেন।
advertisement
২০১৬ সালে তাঁর স্বামী তাঁদেরকে ছেড়ে চলে যাওয়ার পর, সংসার চালাতে, সন্তানদের মুখে দু’ মুঠো খাবার তুলে দিতে, মরিয়ম দিনরাত কাজ করে যাচ্ছেন৷ তিনি পেশায় একজন ইভেন্ট ডেকোরেটর এবং একজন হেয়ারস্টাইলিস্ট৷ তাঁর পরিবারের ভরণপোষণের জন্য বিভিন্ন ভেষজ ওষুধ তৈরি করেন। নানা জায়গা থেকে তাঁর কাছে অর্থসাহায্যও পৌঁছয়৷ সব মিলিয়ে এক কথায়, তিনি সন্তানদের গ্রাসাচ্ছাদনের জন্য চেষ্টার ত্রুটি রাখেন না সুপারমম মরিয়ম৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 5:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Uganda Super Mom: ১৩ বছর বয়সে প্রথম প্রসব! মোট ৪৪ জন সন্তানের জন্ম দিয়েছেন এই যুবতী সুপারমম