Free Training : জীবন তাঁর স্বপ্নকে মেলতে দেয়নি, এখন খুদেদের তৈরি করছেন নতুন ওড়ার জন্য, দেন ফ্রি তে ট্রেনিং

Last Updated:

Free Training : তাঁর অধরা স্বপ্ন পূরণ করবে খুদেরা! প্রতিদিন চলে বিনামূল্যের এই প্র্যাকটিশ

+
চলছে

চলছে প্রশিক্ষণ 

দক্ষিণ ২৪ পরগনা: তাঁর নিজের স্বপ্ন সফল হয়নি তাই ভোর হলেই ছোটদের নিয়ে মাঠে নেমে পড়েন তিনি৷ তাঁর স্বপ্ন এই ছোটরাই একদিন বাংলার আর এই ভারতের মুখ উজ্জ্বল করবে৷ সেই লক্ষ্যেই সপ্তাহে সাতদিনই সম্পুর্ণ বিনামুল্যে চলে তার ট্রেনিং ৷ তাঁর আশা তাঁর এই পরিশ্রম বিফলে যাবে না ৷
রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদ্যুৎ দে৷ ছোটবেলা থেকেই মাঠ তাঁকে টানত ৷ ধারাবাহিকভাবে স্কুলের খেলাধুলোয় প্রথম স্থান অধিকার করা ছিল তারা বাঁধা ৷ তাই স্কুলেরই শিক্ষক হরিপদ দেবনাথ তাঁকে একপ্রকার জোর করে পাঠান রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, অ্যাথলেটিক্স প্র্যাকটিশের জন্য ৷
তাঁর দক্ষতা দেখে তাঁকে সাইতে ট্রেনিং করতে পাঠানো হয় ৷ ২০০৩ সাল থেকে সাইতে শুরু হয় তাঁর প্র্যাকটিশ ৷ নিজের দক্ষতাতেই ২০০৫ সালে মহমেডান স্পোর্টিং ক্লাবের অ্যাথলেটিক্স বিভাগে ডাক পান ৷ ২০০৭ সালে সুযোগ পান ইস্টবেঙ্গলে ৷ ২০১০ সাল পর্যন্ত চুটিয়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও পুরস্কার পান ৷
advertisement
advertisement
২০১১ সালে হঠাৎই জীবনে নেমে আসে বিপর্যয় ৷ একসঙ্গে বাবা ও মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছেড়ে দিতে হয় তাঁকে ৷ বেসরকারি সংস্থায় কোনওরকমে একটি চাকরি জোগাড় করে সংসারের হাল ধরেন তিনি ৷ এরইমধ্যে তার জীবনে আসেন স্ত্রী পিঙ্কি দে ৷ তিনিও খেলাধুলো পাগল ৷ সুযোগ পেলে তিনিও মাঠে আসেন ৷ বছর খানেকের মধ্যেই তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান ৷
advertisement
তারপর হঠাৎ করে আসা কোভিড সবার জীবনেই কিছুটা অনিশ্চিয়তা এনে দেয় ৷ এরই মধ্যে তিন বছরের মেয়েকে নিয়ে মাঠে যাওয়া শুরু করেন ৷ ফের নতুন জীবন শুরু হয় তার ৷ আবার শুরু হয় প্র্যাকটিস ৷ বয়স বেড়ে যাওয়ায় বেশি বয়সের খেলায় যোগদান করেন ৷ মাঠে নেমেই ২১ সালে চেন্নাইতে আয়োজিত অল ইণ্ডিয়া স্টেট মিটে ৩টি গোল্ড পান ৷ ২২ সালে কলকাতায় আয়োজিত স্টেট মিটে ৩৫ বছর বয়সী অ্যাথলেটিক্স বিভাগে যোগ দিয়ে ফের পান সোনা ৷ ২৩ সালে বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল মিটেও ৩টি বিভাগে সোনা জেতেন তিনি ৷ ২৪ সালে পুনেতে আয়োজিত ন্যাশনাল গেমসেও সোনা পান ৷ নিজের খেলার পাশাপাশি ছোটদের তৈরি করতে NS-NIS থেকে কোচের ট্রেনিং নেন প্রদ্যুৎ ৷
advertisement
কোচের ট্রেনিং নেওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রোজ ভোর হলেই নেমে পড়েন মাঠে ৷ আপাতত ১২ জন খুদেকে সম্পুর্ণ বিনা পারিশ্রমিকে ট্রেনিং করাচ্ছেন তিনি ৷ তার এই কাজে তার পাশে রয়েছেন তার স্ত্রীও ৷ তার আশা এরাই একদিন দেশের মুখ উজ্বল করবে ৷
Suman Saha
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Training : জীবন তাঁর স্বপ্নকে মেলতে দেয়নি, এখন খুদেদের তৈরি করছেন নতুন ওড়ার জন্য, দেন ফ্রি তে ট্রেনিং
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement