Medicine Bank: বিনে পয়সায় মিলবে ওষুধ! হাওড়ায় চালু হল 'ওষুধ ব্যাঙ্ক', কারা পাবেন পরিষেবা?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Medicine Bank: হাওড়ায় ওষুধ ব্যাঙ্ক! ব্যাংকে এলেই বিনামূল্যে মিলছে ওষুধ। হাওড়ায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে গরিব ও দুঃস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান।
হাওড়া: হাওড়ায় ওষুধ ব্যাংক! ব্যাংকে এলেই বিনামূল্যে মিলছে ওষুধ। হাওড়ায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে গরিব ও দুঃস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। ২০২০ সাল থেকে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হাওড়ার রাজারামতলায় সুষমা দত্ত ফাউন্ডেশন। এর পাশাপাশি দুঃস্থ মানুষদের জন্য খোলা হয়েছে ওষুধ ব্যাংকও। মূল লক্ষ্য হল মানুষের চিকিৎসা পরিষেবা, বিশেষ করে বয়স্ক মানুষের জন্য।
advertisement
advertisement
সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ার একটি সংস্থা যা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত, যেমন বৃদ্ধাশ্রম পরিচালনা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, এবং বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। এবার চালু ওষুধ ব্যাংকও। এই সংস্থাটি “Old Age Care” নামে একটি ইউনিট পরিচালনা করে, যেখানে বৃদ্ধ ও অসহায় মানুষেরা আশ্রয় পায়। বিশিষ্ট কিছু মানুষ এবং বেশ কিছু ভালো মনের চিকিৎসকের সহযোগিতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এখানে। বিনা পয়সায় বয়স্ক অসহায় মানুষদের জন্য দাতব্য চিকিৎসালয় পরিষেবা চলছে।
advertisement
ব্যাংক কর্মী সুজিত দত্তর উদ্যোগেই মূলত গড়ে উঠেছে এই বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রটি। এই প্রসঙ্গে প্রতিষ্ঠাতা সুজিত দত্ত জানান, সারা বছর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এটি বিশেষভাবে সেইসব মানুষের জন্য তৈরি করা হয়েছে, যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতেন। এই কেন্দ্রে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দেন। এখানে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও পাওয়া যায়।
advertisement
বিনা পয়সায় চিকিৎসার পরেও মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওষুধ ক্রয় করা। সমাজে পিছিয়ে পড়া মানুষরা যাতে ঠিক সময়ে চিকিৎসা করাতে পারেন সেই দিক গুরুত্ব রেখেই সম্পূর্ণ বিনামূল্যে এই দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি এবার সেই সব অসহায় মানুষদের জন্য ওষুধ ব্যাঙ্কের সূচনা করেছে সুষমা দত্ত ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি সমাজের অসহায় মানুষের জন্য অন্যান্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছে, যেমন দরিদ্রদের খাদ্য ও বস্ত্র বিতরণ, শিক্ষার প্রসার ইত্যাদি।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medicine Bank: বিনে পয়সায় মিলবে ওষুধ! হাওড়ায় চালু হল 'ওষুধ ব্যাঙ্ক', কারা পাবেন পরিষেবা?