কালবৈশাখীতে মৃত ৩, ব্যপক ক্ষয়ক্ষতি দক্ষিণবঙ্গের চার জেলায়
Last Updated:
কালবৈশাখীর তাণ্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হল দক্ষিণবঙ্গের চার জেলা ৷ গতকালের ঝড়ে বর্ধমান, হুগলি, নদিয়া, উঃ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ৷
#কলকাতা: কালবৈশাখীর তাণ্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হল দক্ষিণবঙ্গের চার জেলা ৷ গতকালের ঝড়ে বর্ধমান, হুগলি, নদিয়া, উঃ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ৷
টানা বৃষ্টি আর ঝড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি ৷ উপড়ে গিয়েছে বড় বড় গাছ ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুতের খুঁটি ৷ বাগদায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি ৷ ঝড়ে গাছ এবং লাইটপোস্ট উপড়ে আহত হয়েছেন পাঁচ জন ৷ ঝড়ে ফসলেরও প্রচুর ক্ষতি হয়েছে ৷
advertisement
advertisement
বাড়ি ভেঙে কালনা ও গুপ্তিপাড়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ১৫। জখমদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের দাপটে ঝড়ে ক্ষতিগ্রস্থ বাগদার মালিপোতা, কানিয়াড়া, বাজিতপুর-সহ একাধিক গ্রাম। বিপর্যস্ত হাঁসখালির বগুলা, রানাঘাট। রানাঘাট-কৃষ্ণনগর-সহ বন্ধ বেশ কয়েকটি রুটের বাস চলাচল। বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।
কালবৈশাখীর তাণ্ডব চলেছে কোচবিহারেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেখলিগঞ্জ মহকুমার বিভিন্ন গ্রাম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2018 12:48 PM IST