সকাল ১০টার মধ্যে হতে পারে প্রবল ঝড়-বৃষ্টি
Last Updated:
গতকাল সারাদিনই ছিল গুমোট গরম ৷ আজও তার ব্যতিক্রম হয়নি ৷ সকাল থেকেই রোদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রাও ৷
#কলকাতা: গতকাল সারাদিনই ছিল গুমোট গরম ৷ আজও তার ব্যতিক্রম হয়নি ৷ সকাল থেকেই রোদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রাও ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় চাপা গরমে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে ৷ কাঠফাটা রোদ। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে ৷ তবে উত্তরবঙ্গের জন্য এ বার কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷
আজ বিকেলে দার্জিলিং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ঝড়-বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, সিকিমেও ৷ সকাল ১০টার মধ্যে হতে পারে ঝড়-বৃষ্টি ৷ ঝড়ের সঙ্গে সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও ৷
advertisement
Location :
First Published :
May 09, 2018 9:29 AM IST