ছাগলের টোপে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির চিতাবাঘ

Last Updated:

গত ছয়দিন ধরে বনকর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির সেই চিতাবাঘ ৷ ছাগলের টোপ দিয়ে তাকে খাঁজায় বন্দী করেন বনকর্মীরা ৷ উদ্ধার করার পর দেখা যায় বাঘটির একটা চোখ নষ্ট ৷ ক্ষতিগ্রস্ত চোখে চিকিৎসা করা হবে ৷

#শিলিগুড়ি: গত ছয়দিন ধরে বনকর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির সেই চিতাবাঘ ৷ ছাগলের টোপ দিয়ে তাকে খাঁজায় বন্দী করেন বনকর্মীরা ৷ উদ্ধার করার পর দেখা যায় বাঘটির একটা চোখ নষ্ট ৷ ক্ষতিগ্রস্ত চোখে চিকিৎসা করা হবে ৷ এরপরেই তাকে আবার সুকনার জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা ৷
গত বুধবার রাতে হঠাৎই জনবহুল শপিং মলের পাশে ঘোরাফেরা করতে দেখা যায় বাঘ মামাকে ৷ পুলিশের অনুমান, চোরাশিকারীদের তাড়া খেয়ে বা কুকুর পিছনে ধাওয়া করতে করতে পথ ভুলে সেটি লোকালয়ে ঢুকে পড়েছিল ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান বনকর্মীরা ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ১৪৪ ধারা জারি করা হয় ৷ এরপর থেকে ক্রমাগত চিতাবাঘটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বনকর্মীরা ৷
advertisement
advertisement
বাঘটিকে ধরতে দু’ দফায় খাঁচা পাতে বন দফতর। জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। গতকাল রাতে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। বনদফতর সূত্রে খবর, সেটিকে প্রথমে সুকনার রি-হ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছাগলের টোপে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির চিতাবাঘ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement