ছাগলের টোপে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির চিতাবাঘ

Last Updated:

গত ছয়দিন ধরে বনকর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির সেই চিতাবাঘ ৷ ছাগলের টোপ দিয়ে তাকে খাঁজায় বন্দী করেন বনকর্মীরা ৷ উদ্ধার করার পর দেখা যায় বাঘটির একটা চোখ নষ্ট ৷ ক্ষতিগ্রস্ত চোখে চিকিৎসা করা হবে ৷

#শিলিগুড়ি: গত ছয়দিন ধরে বনকর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির সেই চিতাবাঘ ৷ ছাগলের টোপ দিয়ে তাকে খাঁজায় বন্দী করেন বনকর্মীরা ৷ উদ্ধার করার পর দেখা যায় বাঘটির একটা চোখ নষ্ট ৷ ক্ষতিগ্রস্ত চোখে চিকিৎসা করা হবে ৷ এরপরেই তাকে আবার সুকনার জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা ৷
গত বুধবার রাতে হঠাৎই জনবহুল শপিং মলের পাশে ঘোরাফেরা করতে দেখা যায় বাঘ মামাকে ৷ পুলিশের অনুমান, চোরাশিকারীদের তাড়া খেয়ে বা কুকুর পিছনে ধাওয়া করতে করতে পথ ভুলে সেটি লোকালয়ে ঢুকে পড়েছিল ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান বনকর্মীরা ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ১৪৪ ধারা জারি করা হয় ৷ এরপর থেকে ক্রমাগত চিতাবাঘটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বনকর্মীরা ৷
advertisement
advertisement
বাঘটিকে ধরতে দু’ দফায় খাঁচা পাতে বন দফতর। জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। গতকাল রাতে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। বনদফতর সূত্রে খবর, সেটিকে প্রথমে সুকনার রি-হ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছাগলের টোপে অবশেষে ফাঁদে পড়ল শিলিগুড়ির চিতাবাঘ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement